আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে মোবাইল ফোনে কথা বলছিল, হঠাৎ পিছন থেকে ট্রেনের ধাক্কায় কাটা পড়লেন যুবক       ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার       ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা      

 width=
 

একদিন নয়, নারীর প্রতিদিন

শনিবার, ৮ মার্চ ২০১৪, দুপুর ০২:১৭

৮ মার্চ৷ বিশ্ব নারী দিবস৷ এদিন সূর্য উঠবে৷ অস্তও যাবে৷ উষ্ণতা মাপার যন্ত্রে তারতাম্যও ঘটবে তাপমাত্রার৷ বসন্তের হাওয়াও বইবে৷ সকাল সকাল বাড়ির মা, কাকিমারা সংসারের শাঁকে ফু দিয়ে শুরু করবে আবার একটা দিন৷ দুপুর করে ঠিক পছন্দের ধারাবাহিকটি নিয়ে বসবেন৷ কেউ বয়ফ্রেন্ডকে নিয়ে উইকএন্ডে সিনেমা হলের পপকনে হাত ডুবিয়ে দেখবেন ছবি৷ রাস্তার কোনে আছেন এক ফুচকাওয়ালি৷ হাত-ধুয়ে-মুছে সেও সময় মতো বেরিয়ে পড়বে ফুচকা বিক্রিতে৷ কিম্বা হাসপাতাল থেকে ফিরতে ফিরতে ভিড়বাসে ধাক্কা খেতে থাকে নার্স দিদি৷ রাস্তার কোনায় নিজের বাচ্চাকে কোলে নিয়ে, ছেঁড়া কাপড় কোনও মতে সামলে পয়সার জন্য কোনও ফ্লাইওভারে হাত বাড়িয়ে দেবে সেই ভিখারিণী৷ তখন হয়ত কোথাও টিউশন থেকে ফেরার পথে এক দল ছেলের সামনে পড়ে, কারো বুকের ভিতর ধুকপুক করে উঠবে৷ মেয়ের আসতে দেরি হচ্ছে দেখে কোনো মা চিন্তায় উদ্বিগ্ন৷ কোথায় নতুন কনেটি সবে হয়ত ধীরে ধীরে আলাপ সারবে৷ পুরনো হয়ে যাওয়া ঘরের বউ কোথাও অত্যাচারের বিরুদ্ধে চুপটি করে দেওয়ালে পিঠ রাখবে৷ কেউ চিৎকার করে নিজের অধিকার চাইবে ৷ কেউ চুপটি করে করবে আত্মসর্মপণ৷ আর কারো মোবাইলে ‘হ্যাপি উওম্যান ডে’র একগাদা শুভেচ্ছা৷ কিটি পার্টির ঝড়৷ লাউঞ্জে গার্লস নাইট আউট! আজ তো উদযাপনের দিন৷ নারী দিবস বলে কথা৷ বাঁধন ভাঙা৷ আজ শুধুই নারীদের দিন৷ আছে তোমাদের? ওহে পুরুষ সাম্রাজ্য! তোমাদের অত্যাচারে, তোমাদের বেঁধে দেয়া নিয়মে বদ্ধ হওয়ার দিন কি শেষ? ভয়ে কাঁপছিল নির্ভয়ারা৷ তবুও রক্ষে দাও নি৷ বার বার শরীরে ফলিয়েছো পুরুষশক্তি৷  নিজেকে কখনো জ্বালিয়ে, কখনো নার্সিং হোমের বেডে তোমাদের অত্যাচারে প্রতিবাদ জানিয়েছি, মরে গিয়ে৷  তোমাদের শাস্তি ? সে তো বার বার শুধু কাঠগোড়া আর গারোদে৷ আঘাত পরেনি মানসিকতায়৷ বদলায়নি কিচ্ছুটি৷ বদলালে, অন্যজাতের ছেলেকে ভালোবাসার জন্য সালিশি সভার আইনে বার বার ধর্ষণ হতে হতো না লাভপুরের সেই মেয়েকে৷ তাতে কি? আজ নারী দিবস৷ উদযাপনের দিন৷ আজ আমরা স্বাধীন! ছোটবেলা থেকে বড় হওয়ার ঘুর্নাবতটা ঘুরিয়ে দেখ হে মানব৷ জন্ম থেকে প্রথম হাঁটা শেখা৷ সবেতেই আমার উপস্থিতি৷ এমনকি মুখের প্রথম শব্দতেও আমি৷ আমার নামেই তোমার ভাষার পরিচয়৷ তাতে কি? আজ নারী দিবস৷ উদযাপনের দিন৷ গোলাপফুল, মিষ্টি, ছোট থেকে বড় গিফট৷ নিরাপত্তা দিতে পারো? অফিস ফেরার ওই অন্ধকার রাস্তাটায় যখন হৃদপিন্ডের স্পদন বেড়ে ওঠে, কমাতে পারো তার ভয়ের আওয়াজ? ২৪-৩৬-২৪ এর হিসেবটা বন্ধ করতে পারো৷ যদি পারও সেটাই উদযাপন৷ সেটাই নারী দিবসের শুভেচ্ছা৷ একটু চাই নিরাপত্তা৷ মুক্ত শ্বাস৷ কাঁধে কাঁধ না মেলাতে পারলেও হাতে হাত রাখায় চেষ্টা তো করাই যায়৷ দিবস ক্যালেন্ডারেই থাকুক৷ অন্তরে, একদিনের নয়, নারী দিবস হোক প্রতিদিন৷ সূত্র: ওয়েবসাইট

মন্তব্য করুন


 

Link copied