আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

সেনোরার বিজ্ঞাপন ও কিছু কথা

রবিবার, ৯ মার্চ ২০১৪, রাত ০৯:৪৭

তানজিমুল হাসান মায়াজ ******************************* SENORAস্যানিটারি ন্যাপকিন এর কথা বলছি। ইদানীং শহরের দর্শনীয় স্থানের বিশালাকার বিলবোর্ডে, রাস্তার মোড়ে মোড়ে, পত্রিকার পাতায়, টিভিতে SENORA একটি বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। বিজ্ঞাপনটির সারমর্ম এরকম- মেয়ে বড় হয়েছে। সেটা বাবা বুঝতে পেরেছেন। তাই সংকোচ না করে মেয়েকে সচেতনার অংশ হিসেবে মেয়েকে SENORA কিনে দিয়েছেন। বাপ মেয়ের ছবির সাথে ইনভার্টেড কমা দিয়ে বাবার বক্তব্য তুলে ধরা হয়েছে “বাবা হয়েও সংকোচ করিনি, সচেতন হয়েছি।” এই বিজ্ঞাপন নিয়ে আপত্তি করার যথেষ্ট কারণ রয়েছে। এর মাধ্যমে বাবা মেয়ের পবিত্র সম্পর্ককে হালকা করা হলো, ফেলনা বানিয়ে দেয়া হলো। এটি একটি অনৈতিক বিজ্ঞাপন যেটি কোনো অবস্থাতেই আমাদের মূল্যবোধের সাথে মানানসই নয়। সবকিছুর একটা সীমারেখা থাকে। এই বিজ্ঞাপন শুধু সীমারেখাই লঙ্ঘন করেনি, এটি চূড়ান্তাভাবে অরুচিকর, এটি সৌন্দর্য্য, শালীনতা, সাধারণ বিবেকবোধ এর পরিপন্থী। কেউ কেউ হয়তো যুক্তি দিবেন, এটি সচেতনার অংশ। না এটি মোটেও সচেতনতা নয়, এটি নোংরা মার্কেটিং। এর মূল উদ্দেশ্য আমাদের মূল্যবোধকে নষ্ট করে দেয়া। কিছু প্রাসঙ্গিক প্রশ্নঃ ১. মেয়ের স্যানিটারি ন্যাপকিন কেন বাবাকে কিনে দিতে হবে? বোন, ভাবি, বান্ধবী, কাজিন, মা খালা তারা কি যথেষ্ট নয়? ২. কেউ হয়তো বলবেন-যে মেয়ের বাবা ছাড়া কেউ নেই তার কি হবে? অন্য কেউ না থাকলে মেয়ের বান্ধবী বা উপর ক্লাসের সিনিয়র আপুরাতো আছেন। আর এটাতো খুবই ব্যতিক্রম কেস। ব্যতিক্রম কেস নিয়েই কেন বিজ্ঞাপন বানাতে হবে? আজকাল ক্লাস সিক্সের মেয়েরা অনৈতিক প্রেম এ জড়িত থাকে (ব্যতিক্রম বাদে) আর তারা স্যানিটারি ন্যাপকিন চিনবে না এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? ৩. এসব বিজ্ঞাপন কি বার্তা দিচ্ছে? এরা কি অমি পিয়াল নামক কুখ্যাত চটিলেখকদের ইনচেস্ট চটি লেখার অনুপ্রেরণা দিচ্ছে? ৪. ছাত্র শিক্ষক বন্ধু হতে পারে, বাবা মেয়ে বন্ধু হতে পারে, ভাই বোনও বন্ধু হতে পারে। কিন্তু সেই বন্ধুত্বের অবশ্যই একটা সীমারেখা থাকতে হবে। এ বিজ্ঞাপন কি সুস্পষ্টভাবে এ সীমারেখা লঙ্ঘন করেনি? [লেখকের ব্লগ থেকে নেয়া]

মন্তব্য করুন


 

Link copied