আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

নীলফামারীতে স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্সে সার্ভিসের যাত্রা শুরু

রবিবার, ৯ মার্চ ২০১৪, রাত ১০:৫৮

নজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৯মার্চ ॥ দেশে স্বাস্থ্যসেবার খরচ যে মাত্রায় বেড়েছে, তাতে দরিদ্র মানুষের পক্ষে তা পাওয়া প্রায় অসম্ভবই হয়ে উঠছে। মফস্বল ও গ্রামে ভাল চিকিৎসাসেবা দু®প্রাপ্যই বলা যায়। ভাল ডাক্তার নেই, প্রয়োজনে পাওয়া যায় না অ্যাম্বুলেন্স। আবার অনেকের চিকিৎসা চালানোর সামর্থও নেই। এমন পরিস্থিতিতে নীলফামারীতে দুস্থ মানুষদের চিকিৎসাসহ বিভিন্ন সেবা দিয়ে এসেছে 'অনুভব ফাউন্ডেশনের তত্বাবধানে শাহানা খানম ফাউন্ডেশন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটির পক্ষে চালু করা হলো অ্যাম্বুলেন্স। দরিদ্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থায় রোগীদের সেবা প্রদান করার জন্য কেনা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি। অনুদান দিয়েছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও পরিবর্তন-এর ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবীব লেলিন। তার প্রয়াত স্ত্রীর নামে পরিচালিত শাহানা খানম ফাউন্ডেশনের মাধ্যমে এ অনুদান দেন। ২০১৩ সালের ২৯ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে অগ্নিকান্ডে মারাতœক দগ্ধ প্রকৌশলী শাহানা খানম সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার স্মরণে অ্যাম্বুলেন্সটি কেনা হয়। 'অনুভব ফাউন্ডেশন' নীলসাগর গ্রুপের একটি সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ নীলফামারীতে দুস্থ ও অসহায় মানুষের সেবা ও উন্ননয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। প্রতিবন্ধীদের নিয়েও কাজ করে প্রতিষ্ঠানটি। এ অ্যাম্বুলেন্সটি রবিবার (৯ মার্চ) বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন নীলফামারী সিভিল সার্জন ¯েœহ কান্তি চাকমা। নীলফামারীর শান্তিনগরে অবস্থিত অনুভব ফাউন্ডেশনের ক্যাম্পাসে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুস সোবহান, সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফজলুল হক তানসেন, ডাঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান, নীলসাগর গ্রুপের উপদেষ্টা প্রফেসর আফজাজুল হক, এ্যাডঃ নুরুল আহসান হেলাল। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিক,বে-সরকারি ক্লিনিক-হাসপাতাল সমুহের প্রতিনিধিগণ এবং নীলসাগর গ্রুপের সকল সহযোগী সংস্থার কর্মীগল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুভব ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্তকর্তা মোস্তফা আলী সুজন। আয়োজক করা জানান চিকিৎসার প্রয়োজনে জরুরী রোগী পরিবহনে নীলফামারী থেকে দেশের যে কোন স্থানে অলাভজনক ভিত্তিতে অ্যাম্বুলেন্সটির সেবা প্রদান করা হবে। দরিদ্রদের জন্য থাকবে বিশেষ ছাড়ের ব্যবস্থা। সংশ্লিষ্ট সুত্র আরো জানায় প্রকৌশলী আহসান হাবিব লেলিন শাহানা খানম ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান,প্রতিবন্ধী ওগরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন সমাজ সেবামুলক কাজ করছেন।

মন্তব্য করুন


 

Link copied