আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

রংপুর নির্বাচনোত্তর সংঘর্ষে আহত ২০, আটক ৩০

সোমবার, ৩১ ডিসেম্বর ২০১২, রাত ১০:৪১

রংপুর সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার ১২ দিন পর সোমবার সন্ধ্যায় নগরীর ২২ নং ওয়ার্ডে বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ জনকে আটক করেছে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলতাব হোসেন জানান, সিটি নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন বাবুখাঁ গ্রামের শাহজালাল করিম বকুল। তার কাছে পরাজিত হন গনেশপুর গ্রামের হাকিবুজ্জামান বকুল। সোমবার সন্ধ্যায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা খাঁ ও গনেশপুর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে লাঠিশোঠা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ দুই এলাকার ৩০ জনকে আটক করেছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে লেবু, সুজন, জনি ও শিমুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের নাম জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied