আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা       হিলিতে কেজিতে ২০ টাকা কমল পেঁয়াজের দাম       ‘অবন্তিকা’ই যেন শেষ হয়... প্লিজ       রংপুরে দিনে গরম রাতে শীত, ভাইরাসজনিত জ্বর-সার্দির প্রকোপ বৃদ্ধি      

 width=
 

নীলফামারীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান রণক্ষেত্র

মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৩, রাত ০৯:০০

নিজস্ব সংবাদদাতা,নীলফামারী॥ ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মঙ্গলবার নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে বিএনপি অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায় সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। দুপুর ১২টার দিকে বাদ্য যন্ত্রসহ বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। দুপুরে বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান বক্তব্য রাখার সময় বিএনপি ও ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেদের মধ্যে অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে উত্তেজনা শুরু হয় । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জেলা ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহুরুল আলম, মোস্তফা প্রধান বাচ্চু, ফরহানুল হক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লোকমান হোসেন মিলন বক্তব্য রাখেন। নীলফামারী সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুলফিকার কবির জুলি সাংবাদিকদের জানান, আলোচনা সভার শেষাংশে অতর্কিত ভাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তিনি সহ আহত হন আরও ৫ ছাত্রদল নেতা। ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার উপ পরিদর্শক(এসআই) নজরুল ইসলাম জানান, তাদের মধ্যেই ইট-পাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি তাদের মধ্যে উত্তেজনা থাকায় বিএনপি অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied