আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

লোহানের শয্যাসঙ্গীদের তালিকা ফাঁস

রবিবার, ২০ এপ্রিল ২০১৪, বিকাল ০৫:২৯

হলিউডি সেলিব্রেটিদের মধ্যে লিন্ডসে লোহান সম্ভবত ইদানীংকার সবচেয়ে আলোচিত সমালোচিত একজন। মাদকাসক্তির কারণে দণ্ড পেয়েছেন কয়েকবার সর্বশেষ সংশোধন কেন্দ্রেও (রিহ্যাব) কাটিয়েছেন বেশ কিছুদিন। আর রিহ্যাবে বসেও নাকি জন্ম দিয়েছেন আরেক বিতর্কের। সম্প্রতি অপরাহ উইনফ্রের টিভি শোতে স্বীকার করেছেন- রিহ্যাবে বসে নাকি তিনি তার শয্যাসঙ্গীদের তালিকা করেছিলেন। তবে সেই সব ‘বিজিত’ পুরুষদের তালিকা তিনি কেন করেছিলেন তার কোনো ব্যাখ্যা নেই। এ বিষয়টি নিয়ে তখন তুমুল সোরগোল পড়ে যায়। সর্বশেষ গত ১৭ এপ্রিল ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ প্রোগ্রামের হোস্ট অ্যান্ডি কোহেনের কাছে লোহান জানান, মাসকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রক্রিয়ার ১২ ধাপের মধ্যে পঞ্চম ধাপে তিনি তালিকাটি করেছিলেন। পরে অপরাহ উইনফ্রে শোতে যাওয়ার সময় কেউ সেই তালিকার একটা ছবি গোপনে তুলে ফেলে। এরকম ব্যক্তিগত একটা বিষয় ফাঁস হয়ে যাওয়াকে শুধু দুর্ভাগ্যজনক বলা ছাড়া আর কোনো উচ্চবাচ্য করেননি ২৭ বছর বয়সী এ তারকা। তবে ওই তালিকায় উল্লেখিত ব্যক্তিদের কারো সঙ্গে সত্যিই শুয়েছিলেন কি না সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি লোহান। তিনি বিষয়টি অস্বীকারও করেননি। অবশ্য তালিকাটি যে তার হাতেই করা তা স্বীকার করেছেন। যে ব্যক্তি ওই তালিকা ছবি চুরি করে তুলেছিলেন তিনি পরে একটি ট্যাবলয়েডের কাছে তা বেচে দেন। তাতে দাবি করা হয়, লোহান এই তালিকাটি হাতে লেখেন ২০১৩ সালের জানুয়ারিতে বেভারলি হিলস হোটেলে যখন তিনি অনেক বন্ধু-বান্ধবদের সঙ্গে ছিলেন। বন্ধুদের কাছে নিজেকে জাহির করার জন্যই হয়ত তিনি এ কাজ করেছেন। কিন্তু ওই ট্যাবলয়েডের তথ্য ভুল ছিল উল্লেখ করে লোহান পরে স্বীকার করেন, তালিকাটি রিহ্যাবে বসেই তৈরি করেছেন তিনি। এখন কে এই তালিকা সংগ্রহ করলো তা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে অপরাহ উইনফ্রে টিভি শো কর্তৃপক্ষ।

মন্তব্য করুন


 

Link copied