আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

পীরগঞ্জ বামনীর বিলের জুয়ার আসর চলছেই

বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৩, রাত ১০:২৫

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জ উপজেলার ১১নং পাঁচগাছী ইউনিয়নের বামনীর বিলের মাঝখানে পলিথিনের ছামিআনা টাঙ্গীয়ে জুয়ার আসর। প্রতিরাতেই এখানে বসছে জমজমাট জুয়ার আসর। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং সরকারী দলের নামধারী কতিপয় স্থানীয় নেতা একাট্টা হয়েই ওই জুয়ার আসর চালিয়ে আসছে। যে কারণে ওই আসরে শতাধিক মোটর সাইকেলযোগে জুয়াড়ীরা আসলেও সেগুলো কেউ আটক করছে না। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বিশাল জলাশয় বামনীর বিলের মাঝখানে পলিথিনের ছামিআনা টাঙ্গীয়ে জুয়ার আসর । ওই মঞ্চেই দীর্ঘদিন ধরেই ভর রাত হেজাক লাইট জালিয়ে জুয়া খেলা চলছে। সেখানে দুর-দুরান্তের জুয়াড়ীরা মোটর সাইকেলযোগে ছুটে আসছে। সংশ্লিষ্ট ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র রাসেদুল হত্যা মামলার ১নং আসামী নজরুল ইসলাম, জয়দাল হোসেনের পুত্র ফারুক মিয়া, ওবায়েদ মন্ডল এবং সাজু মিয়া ওই জুয়ার নেতৃত্বে রয়েছেন বলে জানা গেছে। তারাই প্রতিরাত ৮টা থেকে ভোর রাত পর্যন্ত জুয়া খেলা চালিয়ে আসছেন বলে এলাকার প্রতিবাদী শিক দেলোয়ার হোসেন, বাদশা আলমগীর জানায়। জুয়া খেলার কারণে ওই এলাকায় ছিচকে চুরিসহ সামাজিক অপরাধের প্রবণতা বৃদ্ধি পেয়েছে । এ ব্যাপারে জাহাঙ্গীরাবাদহাটের ব্যবসায়ী আজগার আলী, সোবহান জানায়, আমরা বারবার প্রতিবাদ জানালেও জুয়ার আসরগুলো বন্ধ হচ্ছে না। ওই এলাকার ভেকির বিল, এনায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠসহ কয়েকটি স্থানে নির্বিঘ্নেœ জুয়া খেলা চলছে। পাশাপাশি মদ-মাতালদের ঢলাঢলি চলে সেখানে। শুধু তাই নয়, খেলায় টাকা হেরে অনেকেই মোটর সাইকেল, সাইকেল, স্বর্নালংকারসহ মূল্যবান সামগ্রী বিক্রি করে নিঃস্ব হচ্ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক খেলোয়াড়রা বলেন। ওই জুয়া বন্ধের জন্য সংশ্লিষ্ট ইউপির সাবেক চেয়ারম্যান সুনীল চন্দ্রের নির্দেশে ৪ গ্রাম পুলিশ সদস্য জুয়া বন্ধ করতে গেলে তাদেরকে বেদম পিটিয়েছে জুয়াড়ীরা। জুয়া আসরের সাথে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং সরকারী দলের নামধারী কতিপয় স্থানীয় নেতার গোপন আর্থিক চুক্তি রয়েছে বলে একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে। এ ব্যাপারে ওই ইউনিয়নের আ’লীগ সভাপতি খায়রুল ইসলাম লাবলু, সমাজ সেবক আব্দুস ছালামসহ অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ইউনিয়নে কয়েকটি জুয়ার আসরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি। কিন্তু রহস্যজনক কারণে সেগুলো বন্ধ হচ্ছে না। সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল চন্দ্র বর্মন বলেন, আমি গ্রাম পুলিশ দিয়ে জুয়া বন্ধ করতে গেলে ৪ গ্রাম পুলিশকে বেধড়ক পিটিয়েছে জুয়াড়ীরা। অপরদিকে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ তোতা বলেন, আমার বিরুদ্ধে জুয়ার টাকা নেয়ার অভিযোগ সত্য নয়। আমিও জুয়া বন্ধে পদক্ষেপ নেই। কিন্তু কাজ হয় না। তাছাড়া আইন শৃংখলা কমিটির মাসিক সভায় এ বিষয়ে উত্থাপন করেছি। পীরগঞ্জ থানার ওসি হাসান শামীম ইকবাল বলেন, জুয়া বন্ধে চেষ্টা করছি।

মন্তব্য করুন


 

Link copied