আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

যৌতুকের কারণে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা

শনিবার, ৫ জানুয়ারী ২০১৩, রাত ০৯:০২

নীলফামারী জেলা সদরের ইটাখোলা শিংদই গ্রামের এ ঘটনায় শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় নীলফামারী থানায় আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনার পর রোকসানার শ্বশুরবাড়ির সকল লোকজন পালিয়ে গেছে।

অভিযোগ মতে, নীলফামারী পৌরসভা এলাকার হাড়োয়া মিশন এলাকার আল আমিনের মেয়ে রোকসানা বেগমের প্রায় আড়াই বছর আগে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের হাতীবান্ধা মোড় এলাকার হবিবর রহমানের ছেলে জোনাব আলী ওরফে জোনাকুর বিয়ে হয়। রোকসানার পিতা আল আমিন অভিযোগ করে বলেন, বিয়েতে যৌতুক হিসাবে ৪০ হাজার টাকা ঠিক করে ২০ হাজার টাকা বুঝে দেওয়া হয়। বাকী ২০ হাজার টাকা পরিশোধ না করায় ওই টাকার জন্য প্রায় সময় মেয়ে রোকসানার উপর তার স্বামী ও শাশুড়ি নির্যাতন চালাতো। তার দেড় বছরের একটি ছেলে রয়েছে এবং রোকসানা ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিল। এ অবস্থায় গত ২৬ ডিসেম্বর/২০১২ সন্ধ্যার পর রোকসানার স্বামী জোনাকু ও শাশুড়ি জোসনা বেগম কেরোসিন ঢেলে রোকসানার শরীরে আগুন ধরিয়ে দেয়। তার আত্ম-চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকের পরামর্শে রোকসানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নীলফামারী থানার ওসি(তদন্ত) বাবুল আকতার জানান রংপুরে লাশের ময়না তদন্ত এবং নীলফামারী থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। আসামীরা সকলে পালিয়ে গেছে। তবে তাদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন


 

Link copied