আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রবিবার, ১১ মে ২০১৪, দুপুর ০৪:৩৩

বরিবার দুপুর ২ টার দিকে থানার ওসি জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ইদিলপুর ইউনিয়নের লালমাটিয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

হাসানুর রহমান বুলু জামায়াত ইসলামীর রোকন ও ইদিলপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির। তিনি ওই ইউনিয়নের জুগিবাড়ি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসানুর রহমান বুলুর বিরুদ্ধে সুন্দরগঞ্জ ও পলাশবাড়ি থানায় দায়েরকৃত তিন মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা ও সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান, তথ্য আদায়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এদিকে হাসানুর রহমান বুলুকে গ্রেফতারের ঘটনায় ইদিলপুর ইউনিয়নের জনসাধারণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন


 

Link copied