আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

ভ্রাম্যমান আদালতের নামে হয়রানীর প্রতিবাদে ধর্মঘট

শনিবার, ১৭ মে ২০১৪, দুপুর ০৪:৫৭

কুরবান আলী, দিনাজপুর ॥ অযৌক্তিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানে জরিমানা করার প্রতিবাদে দিনাজপুরের সকল ক্যাবল টিভি নেটওয়ার্ক শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য সম্প্রচার কার্যক্রম বন্ধ করেছে।

শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দিনাজপুর শাখার আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলা লিখিতভাবে অভিযোগ করেন গত বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অযৌক্তিকভাবে ২টি প্রতিষ্ঠান দিনাজপুর ভিশন ও পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার জরিমানা আদায় করে। ভ্রাম্যমান আদালত কোন প্রমাণ ও স্বপক্ষে কোনরূপ যুক্তি উপস্থাপনের সুযোগ না দিয়ে এক প্রকার জোর জবরদস্তি করে জরিমানার টাকা আদায় করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের এই অন্যায় আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে ভ্রাম্যমান আদালতের নামে হয়রানী বন্ধ ও সুষ্ঠ পদক্ষেপ না নেয়ায় শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য কোয়াব সম্প্রচার বন্ধের ঘোষনা দেয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীল রতন কুন্ডু, সাহিনা ইসলাম, রশিদুল আলম শাহিন ও সহিদুল ইসলাম।

মন্তব্য করুন


 

Link copied