আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশু নিহত       রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার      

 width=
 

উত্তরবাংলা ডটকম এ সংবাদ প্রকাশ: প্রকাশের পর পে-অর্ডার ফিরত

বৃহস্পতিবার, ২২ মে ২০১৪, বিকাল ০৭:০৭

বৃহঃপতিবার উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ে টেকনিশিয়ান আবেদন কারীকে মোবাইল ফোনে ডেকে এনে পাঁচ শত টাকার মূল্যে পে-অর্ডার টি ফিরত প্রদান করেন। তবে আবেদন কারীরা জানান পে-অর্ডার টির পিছনে নির্বাহী অফিসার ব্যাগ ডেট দেখিয়ে গত ০২/০১/২০১৪ তারিখে ফেরত দেখিয়ে স্বাক্ষর করেন। আবেদন কারীরা পে-অর্ডার টি ফেরত নেয়ার সময় শুধুমাত্র স্বাক্ষর দিয়েছে কিন্ত বর্তমান তারিখ ফাঁকা রাখতে বলেন উদ্যোক্তা তা জানান।

বৃহঃপতিবার নওদাবানের উদ্যোক্তা মহাসি আলী,টংভাঙ্গার তুফারাম,পাটিকাপাড়ার শাহাদত হোসেন, সিংঙ্গীমারী জাকির হোসেন পে-অর্ডার টি তুলে নেন যাহান নং ঢ়ড়-বধ ৩৮০২০৪৬। তবে পরীক্ষায় আবেদনকারীর কাছ থেকে কোন পে-অর্ডার নেওয়ার বিধান না থাকলেও নির্বাহী অফিস কেন পে-অর্ডার গ্রহন করলো তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। উর্দ্ধতন কতৃপক্ষকে সরেজমিনে তদন্ত করলে নিয়োগে অনিয়ম ও ঘুষ বাণিজ্য প্রকৃত ঘটনা প্রকাশ পাবে।

লিখিত অভিযোগে প্রকাশ গত ১ এপ্রিলে ২০১৪ তারিখে ব্যবহারিক পরীক্ষার মাধ্যেমে নিয়োগ দেওয়ার বিধান থাকলে ও শুধু মাত্র মৌখিক পরীক্ষা নিয়ে ফলপ্রকাশের পূর্বেই গত ১ মে ২০১৪ নির্বাহী অফিসে টেকনিশিয়ান নিয়োগ প্রদান করেন।

মন্তব্য করুন


 

Link copied