Templates by BIGtheme NET
আজ- শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ :: ২০ অগ্রহায়ণ ১৪২৭ :: সময়- ১০ : ৩৮ অপরাহ্ন
Home / টপ নিউজ / পরিবহণ ধর্মঘট স্থগিত

পরিবহণ ধর্মঘট স্থগিত

Busডেস্ক: উত্তরবঙ্গের সব জেলা ও ময়মনসিংহ অঞ্চলের পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হবে।

মঙ্গলবার সচিবালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিআরটির চেয়ারম্যান নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও বালাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

বৈঠক শেষে বিআরটিএয়ের চেয়ারম্যান নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী যৌথভাবে ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful