আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

'কালো' কোন রঙ নয় 'কালো' একটা মেয়ের দোষ!

মঙ্গলবার, ৩ জুন ২০১৪, সকাল ০৯:১০

আপেল মাহমুদ

 পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছে। পরিবারের টেনশন করার কথা ছিলনা। কিন্তু মেয়েটা যে কালো, তাই টেনশনের সীমা নেই বাবা-মা, বড় ভাইয়ের। বাবা গত শুক্রবারে মসজিদে মিলাদ দিছে। লোকলজ্জার ভয়ে হুজুরকে কানে কানে বলেছিল মিলাদের উদ্দেশ্য কি। অন্তত এবার যাতে ছেলে পক্ষ মেয়েটাকে পছন্দ করে। পাড়ার সবচেয়ে তেজী ছেলেটি মেয়েটির বড়ভাই। কিন্তু ছেলে দেখতে এলে সেও ছেলে পক্ষের সামনে নতজানু হয়ে মিউ মিউ করে। সে জানে একেতো তার বোনটা কালো তারপরও যদি বাড়তি কোন ভুল হয়ে যায়! মেয়েটার মা পীরের দরগায় মানত করে। এবার মেয়েটাকে পছন্দ হলে একটা খাসী জবাই দিয়ে আসবে। নির্দিষ্ট দিনে ছেলে পক্ষ মেয়েটাকে দেখতে আসে। মেয়েটা দেখে সহজেই বোঝা যায় কেউ হয়তো অনিচ্ছায় তার গালে পাউডার মেখে তাকে একটু ফর্সা করার চেষ্টা করেছে। মেয়েটাকে একপলক দেখেই নাক কুচকায় দেখতে আসা ছেলেটি। তারপর ছেলেটা তার সঙ্গে আসা অবিভাবককে ঈশারা করে, মেয়ে তার পছন্দ হয়নাই। অবিভাবক খেয়ে দেয়ে চলে যায়। যাবার সময় বলে যায়, পছন্দ হইছে কিনা সেটা পরে ফোন করে জানানো হবে। কিন্তু আর কোনদিন কোন ফোন আসেনা ছেলে পক্ষের কাছ থেকে। মেয়েটার পরিবার বুঝতে পারে ওরা তাদের কালো মেয়েটিকে পছন্দ করেনাই। পুরো পরিবারটাই মানসিকভাবে ভেঙ্গে পরে। পরিবারের কথা বাদই দিলাম। এরকম দশ বিশজন ছেলে দেখার পরও যখন মেয়েটাকে কেউ পছন্দ করেনা তখন মেয়েটার মানসিক অবস্থাটা কি হয় তা কি কখনো ভাবতে পারবেন? পারবেন না। আমি ছোট্ট একটা ঘটনা বলি। গত টি টোয়েন্টি বিশ্বকাপে আমি যে দলের সাপোর্ট করেছি সেই দলই হেরে গেছে। তাই ফাইনালে আমি ভারতের সাপোর্ট করলাম। কেননা আমার মনে হলো আমি ভারতকে সাপোর্ট করলে ভারত হেরে যাবে। হলোও তাই। ভারত হেরে গেল। আমি এই বিষয়টা মজা করে একটা স্ট্যাটাস দিলাম। সেই স্ট্যাটাস দেখে একটা মেয়ে আমাকে ইনবক্স করল। বলল, 'ভাইয়া প্লিজ দোয়া করেন যাতে আমার এই জীবনে কোনদিন বিয়ে না হয়।' আমি খুব অবাক হয়ে জানতে চাইলাম, কেন? মেয়েটা বলল, 'আপনি যা চান তার উল্টোটা ঘটে। তাই আপনি যদি না চান যে এই কালো মেয়েটার বিয়ে হোক, তাহলে আসলেই আমার বিয়েটা হবে।' apple mahmudআমি মেয়েটাকে আর কিছু বলিনি। স্তব্ধ হয়ে গেছি। চোখের কোনে পানি জমেছে। সত্যি আমি কেঁদেছি। সেলুকাস! আমরা এখনো সাদা-কালো দেখে মেয়ে পছন্দ করি। সেলুকাস!‍ 'কালো' কোন রঙ নয় 'কালো' একটা মেয়ের দোষ! 

লেখক: অনুষ্ঠান নির্বাহী, দেশ টিভি

মন্তব্য করুন


 

Link copied