আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      

 width=
 

নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার স্বামী আটক

শুক্রবার, ২০ জুন ২০১৪, দুপুর ০১:৪৯

নাগেশ্বরী ও কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তানিয়া আক্তার তানি (২২) নামে এক নববধূর গলাকাটা লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী আহত মুকুল মিয়া (৩০) কে আটক করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নীলুর খামার গ্রামে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে তানিয়ার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে। হত্যাকান্ডে জড়িত থাকা সন্দেহে এসময় ছুরিকাঘাতে আহত স্বামী মুকুল মিয়াকে আটক করে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা আবুল কাশেম জামাতা মুকুলের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার দুপুরে নিহত তানিয়ার লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরণ করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, নাগেশ্বরী পৌর এলাকার কৃষক আবুল কাশেমের মেয়ে তানিয়া আক্তার তানি’র সাথে প্রায় ৬ মাস পূর্বে পার্শ্ববর্তী সন্তোষপুর ইউনিয়নের নীলুর খামার গ্রামের কৃষক গোলাম সরওয়ারের ছেলে নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুকুল মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে দাম্পত্যকলহ চলছিল। এরই জের ধরে শুক্রবার দিবাগত রাতে মুকুল ৪/৫ জন সহযোগীকে সাথে নিয়ে তানিয়াকে জবাই করে হত্যা করে। মাত্র ৬ দিন আগে পাশের উপজেলা ভুরুঙ্গামারীতে রওনক নামের ৫ বছরের এক শিশুকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। উপুর্যুপুরি নৃশংস হত্যাকান্ডের ঘটনায় এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও এলাকাবাসীর ধারনা স্ত্রীকে হত্যার পর মুকুল নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, পেটে ছুরিকাহত মুকুল এখন আশঙ্কামুক্ত।

মন্তব্য করুন


 

Link copied