আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

আইএসও সনদ পেলো ওয়ালটন

সোমবার, ৩০ জুন ২০১৪, রাত ১২:০৫

এবার আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও ১৮০০১:২০০৭) সনদ পেলো দেশীয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। উচ্চমানের পেশাগত স্বাস্থ্য ও কর্মপরিবেশ এবং উত্তম নিরাপত্তা ব্যবস্থার জন্য ওয়ালটন-কে এ সনদ দেওয়া হয়। আর এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গণে ওয়ালটন তথা বাংলাদেশ আরো একধাপ এগিয়ে গেছে বলে মনে করছে ওয়ালটন কর্তৃপক্ষ। ওয়ালটনের মূল্যায়ণ করতে গিয়ে ‌‌আইএসও কর্তৃপক্ষ বলছে, নিরাপদ স্বাস্থ্য ও উপযুক্ত কর্ম পরিবেশ, দক্ষ কর্মী, ন্যূনতম দুর্ঘটনা ঝুঁকি, যথেষ্ট কর্পোরেট সুনাম ও পণ্যের উচ্চমান এবং সাশ্রয় উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে ওয়ালটন সফল হয়েছে। ওয়ালটনের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, এর আগে আইএসও ৯০০১:২০০৮ এবং আইএসও ১৪০০১:২০০৪ সনদ অর্জন করেছে ওয়ালটন। যার একটি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ও অন্যটি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর। তিনি বলেন, এসব অর্জন ওয়ালটনকে আর্ন্তজাতিকভাবে আরো সম্মানের আসনে আসীন করবে। ওয়ালটনের সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রকৌশলী আশরাফুল আম্বিয়া বলেন, আইএসও ১৮০০১:২০০৭ সার্টিফিকেশন ইলেকট্রনিক্স ইন্ডাষ্ট্রিতে ভারি মেশিন বা যন্ত্রাংশের সর্বোত্তম ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করে। এটি অবশ্যই ভালো কাজের একটি স্বীকৃতি। আমরা সবাই মিলে চেষ্টা করছি একটি ভালো কর্মপরিবেশ তৈরির। উচ্চমানের পরিবেশ ভালো কাজের স্পৃহা জাগায় জানিয়ে তিনি বলেন, ভালো পরিবেশ ভালো পণ্য উৎপাদনে কর্মীদের উদ্বুদ্ধ করে। ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের প্রধান উদয় হাকিম বলেন, এখন বিশ্ববাসী জানবে আমরা মানসম্পন্ন পরিবেশে বিশ্বমানের পণ্য তৈরি করছি। আন্তর্জাতিক ক্রেতারা ওয়ালটনের পণ্যের প্রতি আরো বেশি আকৃষ্ট হবে। ওয়ালটন ক্রেতা অধিকারের বিষয়টিকেও গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, ক্রেতারাও এখন জানবেন যে, ওয়ালটন উন্নতমানের পরিবেশে উচ্চমানসম্পন্ন পণ্য তৈরি করছে। এই সনদ অর্জন নিজেদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে বলেও মনে করেন এই কর্মকর্তা। তিনি বলেন, এজন্য ভোক্তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আরো বেড়েছে।

মন্তব্য করুন


 

Link copied