আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল       সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন      

 width=
 

দুইযুগ পর সেমিফাইনালে আর্জেন্টিনা

রবিবার, ৬ জুলাই ২০১৪, রাত ১২:৪৯

স্পোর্টস  ডেস্ক, উত্তরবাংলা : ২৪ বছর পর ফের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠল আর্জেন্টিনা ৷ শনিবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় কোর্য়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন হিগুয়েন ৷ আট মিনিটের মাথায় ডি মারিয়ার পাশ থেকে জোরাল শটে গোল করেন আর্জেন্তাইন স্ট্রাইকার ৷ ব্রাজিল বিশ্বকাপে এটাই প্রথম গোল হিগুয়েনের ৷ ম্যাচের প্রথমার্ধ্বে আর কোনও গোল হয়নি ৷
আর্জেন্টিনা শেষবার সেমিফাইনালে পৌঁছেছিল ১৯৯০-এ ইতালি বিশ্বকাপে ৷ ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হেরে তৃতীয় বার ট্রফি জয়ের স্বপ্ন হাতছাড়া হয়েছিন আর্জেন্তাইনদের ৷ তার পর থেকে পাঁচটি বিশ্বকাপে একবারও কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকাতে পারেনি আর্জেন্টিনা ৷ ২০১০-এ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দিয়েগো মারাদোনার কোচিংয়ে জার্মানির কাছে ৪-০ গোল বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছিলেন মেসিরা ৷ এবার ব্রাজিলে শেষ হাসি হাসেত চায় মেসি অ্যান্ড কোং ৷
এদিন নাসিওনাল ফুটবল ক্লাব স্টেডিয়ামে আর্জেন্টিনা-বেলজিয়াম ম্যাচ যেন মেসিময় ৷ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল  খেলেন  সাবেয়ার ছেলেরা ৷ বল গড়ানোর পর থেকেই বেলজিয়াম বক্সে হানা দেয় মেসিবাহিনী ৷ প্রথম তিন মিনিটেই মেসির পায়ে বল ৷ ১০ গজ দূর থেকে নিজে শট না-নিয়ে লাভেজ্জিকে পাশ বাড়ান আর্জেন্টাইন অধিনায়ক ৷  লাভেজ্জির থ্রু হিগুয়েনের কাছে পৌঁছেনোর আগেই বল বিপদমুক্ত করেন বাইটেন ৷ কিন্তু, তার মিনিট  পাঁচেক পরেই দলকে এগিয়ে দেন হিগুয়েন ৷ সেই সঙ্গে দেশের হয়ে এদিন ২২ তম আন্তর্জাতিক গোল করেনে আর্জেন্তাইন তারকা ৷
মেসি-দি মারিয়া-হিগুয়েনের ত্রিমুখি আক্রমণে নাজহাল অবস্থা হয় বেলজিয়াম ডিফেন্ডারদের ৷ ব্রাজিল বিশ্বকাপে প্রথমবার পুরনো ছন্দে দেখা গেল হিগুয়েনকে ৷ ৩২ মিনিটের মাথায় চোট পেয়ে দি মারিয়া মাঠ ছাড়ার পর বাড়তি দায়িত্ব নিয়ে খেলেন তিনি ৷ মেসি-হিগুয়নের যুগলবন্দি যে অপ্রতিরোধ্য ছিল ৷ মেসিও যেন চলতি বিশ্বকাপে এদিন নিজেকে ছাপিয়ে যান ৷ ফুটবল রাজকুমারের পায়ের জাদু মগ্ধ করেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীদের ৷ প্রথমার্ধ্বের শেষ দিকে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ ছিল মেসির সামেন ৷ কিন্তু, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ৷
আর্জেন্টাইন এই দুই তারকাকে আটকাতে হিমশিম খেয়ে যায় কোম্পানিরা ৷ আর্জেন্টাইন বক্সে ঢুকে হ্যাজার্ড, ফেলানিরা আক্রমণ হানালেও তা প্রতিরোধ করতে বিশেষ বেগ পেতে হয়নি গোলিকিপার রোমেরোকে ৷

মন্তব্য করুন


 

Link copied