আর্কাইভ  শনিবার ● ১১ মে ২০২৪ ● ২৮ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১১ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, এসআই হাসপাতালে       রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু       তিস্তা নিয়ে ভারত-চীন প্রতিযোগিতা       ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে আনারস ও মোটরসাইকেল মার্কার জয়      

 width=
 

বিশ্বের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত শহর

সোমবার, ৭ জুলাই ২০১৪, রাত ০১:১৯

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, উত্তরবাংলা:  ইতোমধ্যে ভোগ-বিলাস ও নানা অত্যাধুনিক স্থাপত্য দিয়ে বিশ্ববাসীকে নতুন রাজ্যের স্বপ্ন দেখিয়েছে দুবাই। এবার গাল্ফ অঞ্চলের রাজ্যটি গড়তে যাচ্ছে বিশ্বের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত (এয়ার-কন্ডিশনড) শহর। শুধু একটা শপিংমল নয়, ৪৮০ লাখ বর্গফুটের ওই শহরটির উপরিভাগ থাকবে কাঁচে ঘেরা। তাই বলে কি সূর্যের প্রাকৃতিক তাপ উপভোগ করা যাবে না? হ্যাঁ, সেই ব্যবস্থাও থাকছে। তবে কেউ নিশ্চয়ই গরমের দিনে মরুভূমির দেশে সূর্য উপভোগ করতে চাইবেন না। এ জন্য শুধু শীতকালে খুলে দেওয়া হবে ওই কাঁচের আবরণ। গাল্ফ অঞ্চলের দেশগুলোতে পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত শপিংমল, হোটেল, মসজিদের অভাব নেই। এমনকি ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত মাঠ তৈরিরও ঘোষণা দিয়েছে কাতার। তবে পুরো শহরকেই শীতাতপ নিয়ন্ত্রিত করার পরিকল্পনাটি বেশ সাহসীই বটে। সংযুক্ত আরব আমিরাতের ওই রাজ্যে নির্মিতব্য কৃত্রিম ওই শহরটিতে প্রচলিত ধারার শপিংমল তো থাকছেই, পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের পর্যটকের জন্য ১০০টি হোটেলের ২০ হাজার কক্ষ। আর শপিংমলের আয়তন কত হবে জানেন? ৮০ লাখ বর্গফুট! যা বিশ্বের সবচেয়ে বড় শপিংমলে পরিণত হবে। একসঙ্গে ৫০ হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকা শহরটি চালু হলে সেখানে বছরে ১৮ কোটি পর্যটক ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে। গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম শহরটির পরিকল্পনা প্রকল্প উদ্বোধন করেন। ঠিক কবে নাগাদ শহরটি নির্মাণের কাজ শেষ হবে তা সরাসরি না জানালেও ২০২০ সাল নাগাদ তা শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রকল্পের কর্মকর্তারা।

মন্তব্য করুন


 

Link copied