আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশু নিহত       রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার      

 width=
 

অপারেটররা থ্রিজি লাইসেন্সেই ফোরজি চালু করতে পারবে

মঙ্গলবার, ৮ জুলাই ২০১৪, দুপুর ০৩:৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: থ্রিজি লাইসেন্সের আওতায়ই ফোরজি প্রযুক্তির লংটার্ম ইভালুয়েশন (এলটিই) সেবা চালুর সুযোগ পাবে লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফোন অপারেটররা। সেবাটি চালুতে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তরঙ্গ বরাদ্দ দেবে নিয়ন্ত্রক সংস্থা। এ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দের বিষয়ে নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এলটিই সেবা চালু হলে আরো উচ্চগতির তারবিহীন ইন্টারনেট সেবা পাবেন ব্যবহারকারী। দেশে গত বছর চালু হওয়া থ্রিজির ধারাবাহিকতায়ই ফোরজি প্রযুক্তি হিসেবে পরিচিত এলটিই সেবা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। লাইসেন্সিং নীতিমালা অনুযায়ী থ্রিজি লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলো এলটিই সেবা দিতে পারবে। তবে এজন্য কমিশনের কাছ থেকে অনুমোদন নিতে হবে। গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিলামের মাধ্যমে থ্রিজি সেবার তরঙ্গ বরাদ্দ ও লাইসেন্স দেয়া হয়। লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি চার অপারেটর এরই মধ্যে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালুও করেছে। আর রাষ্ট্রায়ত্ত সেলফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে সেবাটি চালু করে ২০১২ সালে। প্রতিষ্ঠানগুলো বর্তমানে থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে এলটিই সেবার জন্য নির্ধারিত রয়েছে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ। মূলত ৬৯৮-৮০৬ মেগাহার্টজ তরঙ্গ ৭০০ মেগাহার্টজ ব্যান্ড হিসেবে পরিচিত। জানা গেছে, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের বিষয়ে নীতিমালা করতে বিটিআরসির তরঙ্গ ব্যবস্থাপনা বিভাগের কমিশনার এটিএম মনিরুল আলমকে আহ্বায়ক করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিদ্যমান লাইসেন্সিং নীতিমালাগুলোর আলোকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের জন্য খসড়া নীতিমালা তৈরি করছে কমিটি। নীতিমালা চূড়ান্ত হলে ব্যান্ডটিতে তরঙ্গ বরাদ্দের নিলাম প্রক্রিয়া শুরু করবে কমিশন। এ প্রসঙ্গে বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এরই মধ্যে থ্রিজি প্রযুক্তির সেবা চালু করা হয়েছে। আগামীতে ফোরজি চালুর প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবেই ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যান্ডের তরঙ্গ সেলফোন অপারেটরদের এলটিই সেবার জন্য ব্যবহার করা হবে। এদিকে ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাকসেস (বিডব্লিউএ) লাইসেন্সধারী তিন প্রতিষ্ঠানকে এরই মধ্যে এলটিইর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠানগুলো বর্তমানে বিডব্লিউএ লাইসেন্সের আওতায় ওয়াইম্যাক্স প্রযুক্তির ইন্টারনেট সেবা দিচ্ছে। গত বছর বিডব্লিউএ লাইসেন্সিং নীতিমালায় সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে এলটিই প্রযুক্তি চালুর অনুমোদন দেয়া হয়। এলটিইর জন্য তাদের ২৬০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দিয়েছে কমিশন। তিনটি প্রতিষ্ঠানই এলটিই নেটওয়ার্ক স্থাপনে কাজ করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন


 

Link copied