আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন       নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু      

 width=
 

বিরতিহীন পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে কারমাইকেলে মানববন্ধণ

বুধবার, ৯ জুলাই ২০১৪, রাত ১১:৫৪

 বিরতিহীন পরীক্ষা পদ্ধতি বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কারমাইকেল কলেজ শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মানব বন্ধন ও সমাবেশ করেছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর জেলা সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, কলেজ শাখার সহ-সভাপতি আবু সাঈদ মোঃ তৌহিদুল ইসলাম, কলেজ শাখার সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্র ফাঁস মহামারী আকার ধারণ করেছে। ফেসবুক, পাড়ার ফটোকপির দোকান যত্রতত্র প্রশ্ন পাওয়া গেলেও শিক্ষামন্ত্রী বরাবরই ষড়যন্ত্র বলে দায় এড়িয়েছেন। তিনি গত পাঁচ বছরে কোন প্রশ্ন ফাঁস হয়নি বলে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। এ সময় বিরতিহীন পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবী জানান তারা। বক্তারা বলেন, একদিকে ফাঁসের ঘটনা অস্বীকার অন্যদিকে একে রোধের উপায় হিসেবে পরীক্ষার্থীকে পরীক্ষার প্রস্তুতির সময় না দিয়ে বিরতিহীন পরীক্ষার কথা বলা অনৈতিক ও অযৌক্তিক। এতে করে সিংহভাগ পরীক্ষার্থী খারাপ ফলাফল করবে। আর এর মধ্যদিয়ে প্রশ্নফাঁসকারীরা বেঁচে যাবে। বাস্তবিক অর্থে দোষী ব্যক্তিরা শাস্তির আড়ালেই থেকে যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের মতো এমন অনৈতিক ঘটনা শিক্ষার বাণিজ্যিকীকরণের ফলেই ঘটছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ব্যবসা মানেই মুনাফা ছাড়া আর কিছু নয়। শিক্ষা যখন মুনাফার হাতিয়ারে পরিণত হয়, তখন ছাত্র-শিক্ষক প্রশ্নপত্র প্রণয়নের সাথে যুক্ত কর্মকর্তা-কর্মচারী কারো মাঝে নৈতিকতা-মূল্যবোধ কাজ করে না। আবার ফাঁসকৃত এসব প্রশ্ন যে সকল শিক্ষার্থীদের হাতে পড়ছে তাদেরও নৈতিক অধঃপতন ঘটছে। এসময় নেতৃবৃন্দ অবিলম্বে বিরতিহীন পরীক্ষা পদ্ধতি চালুর চক্রান্ত বন্ধ, প্রশ্নফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও তার পদত্যাগ দাবি করেন।

মন্তব্য করুন


 

Link copied