আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

ব্রাজিলেই যাদের শেষ বিশ্বকাপ

বুধবার, ১৬ জুলাই ২০১৪, রাত ১২:৫০

স্পোর্টস ডেস্ক:   প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবলের সবচেয়ে বড় আসর "দি গ্রেটেস্ট শো অন আর্থ"। আর এ শো'র জন্য মুখিয়ে থাকেন বিশ্বের নামী-দামী সব ফুটবলার। তাকিয়ে থাকে গোটা বিশ্বও। একজন ফুটবলার তখনই সয়ংসম্পূর্ণ হয়ে ওঠে যখন তার ক্যারিয়ারে অন্তত একটি বিশ্বকাপ লেখা থাকে। যা তার ক্যারিয়ারের অনেক বড় বড় প্রাপ্তিকেও ছাড়িয়ে যায়। তাই প্রত্যেক খেলোয়াড় এই শো'তে হাজির হন নিজের সব কারিশমা নিয়ে। যারা তাদের দক্ষতা দেখাতে সক্ষম হয় পরবর্তী চার বছর তারা থাকেন ফুলবল জগতে সবার মধ্যমনি হয়ে। আর যে সব ফুটবলার এ শো'তে নিজেকে মেলে ধরতে পারেন না হয় তারা হয় দল থেকে বাদ পড়েন অথবা অবসরের ঘোষণা দেন। ফর্মে থাকা খেলোয়াড়ের মধ্যে কেউ কেউ আবার বয়সের ভার সামলাতে না পেরে স্বেচ্ছায় অবসরে চলে যান। সম্প্রতি শেষ হয়েছে ২০তম বিশ্বকাপ ফুটবলের আসর। ব্রাজিল বিশ্বকাপের এই আসরে বুট নিয়ে মাঠে নিমেছিলেন এমন অনেক খেলোয়াড় আছে যারা ইতিমধ্যেই খেলে ফেলেছেন বিশ্বকাপের শেষ ম্যাচটি। এদের মধ্যে প্রখমে যিনি চলে আসেন তিনি হলেন ব্রাজিল বিশ্বকাপের সুপার ফ্লপ ফরোয়ার্ড ফ্রেড। বিশ্বকাপে ৯ নম্বর জার্জি গায়ে সাবেক ফরোযার্ড রোনালদো যে কারিশমা দেখিয়েছিলেন তার ছিটেফোটাও তিনি দেখাতে পারেননি। নিজের ফর্ম বুঝতে পেরে বিশ্বকাপ শেষ হতেই স্বেচ্ছা্য় অবসর নিয়েছেন। ফর্মে থাকলে হয়তো আরও একটি বিশ্বকাপ খেলার সুযোগ পেতেন ৩০ বছর বয়সী এ খেলোয়াড়। জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা। হেড স্পেশালিস্ট হিসেবে যার খ্যাতি বিশ্বজুড়ে। যার মাথায় বল আসলে নিমিষেই খুঁজে নেয় প্রতিপক্ষের জাল। ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে গোল করে যিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ১৬ গোলের রেকর্ড গড়েছেন। বিদায় বেলায় ৩৬ বছর বয়সে দেশকে দিয়ে গেছেন চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বাদ। বর্তমান বয়সই বলে দিচ্ছে আগামী বিশ্বকাপে তার স্থান হবে কোথায়। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেয়া ফেবারিটদের মধ্যে অন্যতম ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। সেই দলেরই অন্যতম সদস্য আন্দ্রে পিরলো। ইতালির চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাসের হয়ে পুরো মৌসুম জুড়েই মাঠ মাতিয়েছেন এই তারকা। কিন্তু বাজে পারফর্মেন্সের কারণে ব্রাজিল বিশ্বকাপ থেকে তার দেশ ইতালিকে বিদায় নিতে হয় প্রথম পর্ব থেকেই। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে পিরলোর বয়স হবে ৩৯। সঙ্গত কারণেই ধারণা করাই যায় এটাই তার শেষ বিশ্বকাপ। ইংলিশ মিডফিল্ডারের স্টিভেন জেরার্ড বিশ্বকাপ আসরের আরেক তারকা। ব্রাজিলের মাটিতে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয় তাদেরও। তাই দেশের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার সুযোগ কমই থাকছেন ৩৪ বছর বয়সী এ ইংলিশ ও ম্যানইউ তারকার। ব্রাজিল বিশ্বকাপ থেকে সবচেয়ে হতাশাজনক বিদায় ঘটেছে গতবারের চ্যাম্পিয়ন স্পেনের। এই দলের তিন অভিজ্ঞ খেলোয়াড় জাভি আলোনসো (৩২), জাভি (৩৪) এবং ডেভিড ভিয়া (৩২) বিশ্বকাপকে বিদায় জানিয়েছেন। ২০১৮ সালে তাদের স্থানে নি:সন্দেহে নতুন খেলোয়াড় দেখা যাবে। ব্রাজিলের গোলপোস্টের অতন্ত্র প্রহরী জুলিও সিজার। দ্বিতীয় রাউন্ডে চিলির বিপক্ষে টায়ব্রেকারে পর পর দুটি শট ঠেকিয়ে দিয়ে নায়ক বনে যাওয়া সাবেক ইউরোপ সেরা সাবেক এ গোলকিপারের আর তেমন কোন পারফর্ম করতে পারেনি। বরং নিজের ভুলে দলকে গোল বন্যায় ডুবিয়েছেন। বয়স এখন ৩৪। ফর্মে ফিরে রাশিয়া বিশ্বকাপ খেলার সুযোগ নেই বললেই চলে। চারটি বিশ্বকাপ খেলার অনন্য অভিজ্ঞতা সম্পন্ন ক্যামেরুনের অধিনায়ক স্যামুয়েল ইতোর এটাই ছিল শেষ বিশ্বকাপ। রাশিয়ায় পঞ্চম বিশ্বকাপ খেলতে হলে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের অতি অসাধারণ কিছু পারফরমেন্স করেই দলে টিকে থাকতে হবে। ইতোর আফ্রিকান সতীর্থ দিদিয়ের দ্রগবারও এবারই বিশ্বকাপের মিশন শেষ হয়ে গেছে। ২০১৮ সালে আইভরি কোস্টের এই স্ট্রাইকারের বয়স হবে ৪০। প্রায় একই অবস্থা উরুগুয়ের স্ট্রাইকার দিয়েগো ফোরলানের। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী এই স্ট্রাইকারের বর্তমান বয়স ৩৫। এবারের আসরেও তেমন কোন পারফরমেন্স দেখাতে পারেননি তিনি। ব্রাজিল বিশ্বকাপে একমাত্র খেলোয়াড় হিসেবে পঞ্চম বিশ্বকাপ খেলতে মাঠে নেমেছিলেন মেক্সিকান অধিনায়ক রাফায়েল মারকুয়েজ। চার বছর পরে ৩৫ বছর বয়সী এই অধিনায়কের বয়স অনুযায়ী খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

মন্তব্য করুন


 

Link copied