আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা সম্প্রচার বন্ধে রিট

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০১৪, দুপুর ০৩:১৮

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দিষ্ট শাখায় রিটটি করা হয়। আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী রিট আবেদনটি করে।

রিট আবেদনে সাত দিনের মধ্যে ওই তিনটি চ্যানেলের সম্প্রচার বন্ধে নির্দেশনা চাওয়ার পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করার আরজি জানানো হয়েছে।

একই সঙ্গে ভারতীয় চ্যানেল বাংলাদেশে সম্প্রচার না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।

আবেদনকারীর পক্ষে আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া বলেন, বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে সম্প্রচার করা হয় না। কিন্তু ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশে অবাধ সম্প্রচারের ফলে দেশের যুব সমাজ ধ্বংসের সম্মুখীন। তিনি বলেন, স্টার জলসায় ‘বুঝে না সে বুঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয়কারীর পোশাকে (পাখি ড্রেস) আকৃষ্ট হয়ে কিনতে না পেরে বাংলাদেশে একাধিক কিশোরী আত্মহত্যা করেছে।

এখলাছ জানান, আগামী রোববার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে উপস্থাপন করা হবে।

২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের বিষয়ে ৩ আগস্ট বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছিলেন ওই আইনজীবী। কিন্তু সম্প্রচার বন্ধ না হওয়ায় জনস্বার্থে এ রিটটি করা হয়। আবেদনে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও আইজিপিকে বিবাদী করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied