আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

আপনার সঙ্গী বা প্রেমিক মানুষ হিসেবে কেমন? বুঝতে নিন ৫ পরামর্শ

শনিবার, ৯ আগস্ট ২০১৪, দুপুর ১২:২৪

১. তার মোবাইল ফোন কতটা জরুরি? আপনার সঙ্গে প্রথম ডেটিংয়ের সময় বা ডিনারের সময় বা অন্তরঙ্গ কোনো মুহূর্তে সঙ্গীর যদি মোবাইল ফোনের দিকে মনোযোগ বেশি থাকে তবে তা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সঙ্গে সুন্দর সময় কাটানোর চেয়ে অন্যকিছু তার কাছে বেশি জরুরি। হয়তো ভাবতে পারেন যে এসব বদভ্যাস পরে বদলে যাবে। কিন্তু এ ক্ষেত্রে একটি মোবাইল ফোনই অনেক কিছুর পার্থক্য করে দিতে পারে। ২. কাণ্ডারী হিসেবে তিনি কেমন? আপনি গর্বিত যে আপনার মনের মানুষটি একজন ভদ্র, সুশীল এবং সহানুভূতিশীল মানুষ। কিন্তু মহাব্যস্ত রাস্তায় গাড়িতে চালকের আসনে বসতে অপারগ তিনি। অর্থাৎ, দায়িত্ব পালনের ক্ষেত্রে বা বড় সমস্যার মোকাবিলা করার যোগ্যতা বা সামর্থ যদি তার না থাকে, তবে আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। ৩. খাওয়ার সময় তাকে কেমন দেখায়? মানুষে সবার সঙ্গে বসেও আসলে একা একাই খায়। খাওয়ার সময় নিজের তৃপ্তির সঙ্গে সমান গুরুত্ব দিতে হয় সামনের মানুষটিকে। অন্যদের সামনে বা একা কেউ হা করে খাচ্ছেন, নাক মুখ দিয়ে কটু শব্দও বের হচ্ছে, মুখ থেকেও খাবার ছিটকে বের হয়ে যাচ্ছে কদাচিৎ- এমন চিত্র যদি আপনার সঙ্গীর মধ্যে দেখা দেয় তবে সভ্য মানুষকে পাননি আপনি। ৪. তিনি ব্যবহারের পর টয়লেটের অবস্থা কেমন হয়? খুবই কুরুচিকর একটি বিষয় কিন্তু একজন মানুষের ব্যক্তিত্ব ও রুচির বিষয় সরাসরি জড়িত। আর কিছু কী বলে বোঝাতে হবে? ৫. ফেসবুকে তাকে এবং তার সম্পর্কে অন্যরা কী বলেন? ফেসবুক এড়িয়ে গেলে বোকামি করবেন। একটি মানুষ সম্পর্কে পরিষ্কার হওয়া যায় এই ফেসবুকের মাধ্যমে। তার পোস্ট এবং কমেন্ট, অন্যদের কমেন্ট এবং অন্যান্য নানা বিষয় থেকে একজনের ব্যক্তিত্ব সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া যায়।

মন্তব্য করুন


 

Link copied