আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশু নিহত       রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার      

 width=
 

গোবিন্দগঞ্জে এসআই নুরের অপসারণের দাবিতে থানা ঘেরাও

বুধবার, ২৩ জানুয়ারী ২০১৩, রাত ০৯:২১

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি উপজেলার কামারদহের চেরাগাড়ী গ্রাম থেকে জামায়াতের গোপন বৈঠকের সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশ ৮টি মোটর সাইকেল আটক করে। বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ থানায় গিয়ে ওই আটক মোটরসাইকেল গুলির মধ্যে উপজেলার রওগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের মোটর সাইকেলটি মালিকের জিম্মায় দেয়ার জন্য ওসিকে সুপারিশ করেন। এ নিয়ে ঐ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুন নূর উপজেলা চেয়ারম্যানের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা অওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী এসআই নুরের প্রত্যাহারের দাবিতে থানা ঘেরার করে। পরে জেলা পুলিশ সুপার একেএম নাহিদুর ইসলাম মোবাইল ফোনে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, ওইদিন যারা জামায়াতের নেতাদের গোপন বৈঠক এর স্থান ঘেরার করে রাখে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। পরে তারা পুলিশকে খবর দেয়। এসময় জামায়াতের নেতা কর্মীদের মোটর সাইকেলের সাথে পুলিশ ভুলক্রমে ওই যুবলীগ কর্মীর মোটর সাইকেলটি আটক করে নিয়ে আসে। তাৎক্ষণিক ওসি এ বিষয়ে জানানো হয়। বুধবার অন্য এক কাজে থানায় গিয়ে কথা প্রসঙ্গে ওসিকে এ বিষয়টি বলা হয়। কিন্তু ওখানে উপস্থিত এসআই নুর হঠাৎ তার সাথে অসৌজন্য-মুলুক আচরণ করে।

মন্তব্য করুন


 

Link copied