আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ● ১২ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি কমেট দল থেকে বহিস্কার       নীলফামারীতে রংপুর বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা       সৈয়দপুরে হিটস্ট্রোকে ১ জনের মৃত্যু       মিয়ারমার থেকে নিখোঁজ ছেলে ফিরলো        রংপুরে নবীজীর খাবার নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার      

 width=
 

৩ হাজার গ্রাহকের টাকা নিয়ে উধাও এমএলএম কোম্পানি

শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৩, বিকাল ০৭:০৮

সূত্র মতে, ২০১১ সালের ১৮ নভেম্বর সৈয়দপুর জিআরপি পুলিশ ক্লাবে অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সৈয়দপুর শাখা চালু করে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার হাতিরপুল এলাকার ইস্টার্ন প্লাজায় অবস্থিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. এস এম সাজিদুল আনসারী, ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কর্মকর্তারা প্রতিষ্ঠানটির ব্যবসার নানা দিক তুলে ধরে সুধী জনদের আকৃষ্ট করেন। ওইদিনই সৈয়দপুরের বেশ কিছু শিক্ষিত যুবককে প্রতিষ্ঠানটির কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

ইউনিভারের সৈয়দপুর শাখায় কর্মকর্তা তারিক হোসেন জানান, ঢাকা থেকে এসে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। সে সময় স্থানীয় গ্রাহকদের কাছে বুকিং বা নিবন্ধন হিসেবে ৩ হাজার টাকা করে আদায় করা হয়।

পরে তিনস্তরে নির্ধারিত পণ্য বিক্রয়ের জন্য প্রচুর টাকা উত্তোলন করা হয়। এভাবে মাঠ-পর্যায়ে ৩ হাজার গ্রাহক তৈরি করা হয় বলে তিনি জানান।

এ বিষয়ে সৈয়দপুর ইউনিভারের গ্রাহক এম কে আনোয়ার জানান, স্থানীয় সৈয়দপুর প্লাজায় অত্যাধুনিক কার্যালয় দেখে কেউ ভাবতে পারেননি প্রতিষ্ঠানটি ভুয়া। ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা ধোঁকা দিয়ে প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন। এ ব্যাপারে সৈয়দপুর কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, বার বার ঢাকায় গিয়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের খোঁজ নেয়ার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। ওই কর্মকর্তারা তাদেরকে যে ঠিকানা দিয়েছিল তা ভুয়া। যে মোবাইল ফোনে এতদিন কথা হয়েছে তাও এখন বন্ধ।

তিনি জানান, একই অবস্থা গাজীপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ শাখাতেও। ওইসব জেলার সব কার্যালয়ে তালা ঝুলছে। এ পরিস্থিতিতে গ্রাহক মশিউর রহমান গত ডিসেম্বর মাসে কোম্পানির সংশ্লিষ্টদের প্রতি উকিল নোটিশ দিয়েছেন। কিন্তু এর কোনো জবাব না পাওয়ায় চলতি জানুয়ারি মাসে নীলফামারী আমলী আদালতে একটি মামলা করেন তিনি। মামলায় বিবাদী হিসেবে ইউনিভার ট্রাভেলস ডটকম লিমিটেডের চেয়ারম্যান ডা. এস এম আজিজুল আনসারী, ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, ভাইস চেয়ারম্যান মো. মাহমুদুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম মতিউর রহমান ও পরিচালক এস এম তানভীর হোসেনকে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আমির হোসেনের (০১৭১১৬৬৬২০৩) মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

মন্তব্য করুন


 

Link copied