আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

ব্রাজিলের নতুন অধিনায়ক নেইমার

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০১৪, দুপুর ০৩:১৮

দ্বিতীয় দফায় কোচের দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের জাতীয় দলে ব্যাপক রদবদল আনেন কার্লোস দুঙ্গা। গত বিশ্বকাপের স্কলারির স্কোয়াডের খুব কম খেলোয়াড়ই দুঙ্গার স্কোয়াডে জায়গা পেয়েছেন। নতুন আশায় নতুন ব্রাজিলের নেতৃত্ব নিয়ে বিপাকে পড়েছিলেন দুঙ্গা। হা

ল্কের ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন রবিনহো। ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারকে অধিনায়ক করা হচ্ছে বলে গুঞ্জন উঠেছিলেন। কিন্তু সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়নি। শেষ পর্যন্ত ব্রাজিলের বাইশের মহাতারকা নেইমারের ওপর আস্থা রেখেছেন দুঙ্গা। তার কাঁধেই তুলে দিলেন ব্রাজিলের অধিনায়কত্বের ভার।

নেইমারকে দায়িত্ব দেওয়ার পেছনে যুক্তিও দেখালেন কার্লোস দুঙ্গা, ‘নেইমার যে কোনো চ্যালঞ্জে নিতে প্রস্তুত। অধিনায়কের দায়িত্ব দেওয়ার আগে আমরা তার সঙ্গে কথা বলছি। আমাদরে চাওয়া-পাওয়ার সব কিছুই তাকে জানিয়েছে। নেইমার আমাদের সঙ্গে একমত পোষণ করেছে।’

তাই কলম্বিয়ার বিপক্ষেই অধিনায়ক নেইমারের অভিষেক হতে যাচ্ছে। ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৫৪ ম্যাচ খেলে ৩৫টি গোল করেছেন। যা তাকে সেলেকাওদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৬ স্থানে তুলে দিয়েছে। নাম                    ম্যাচ             গোল পেলে                  ৯২              ৭৭ রোনালদো            ৯৮              ৬২ রোমারিও             ৭০               ৫৫ জিকো                 ৭১               ৪৮ বেবেতো              ৭৫               ৩৯ নেইমার                ৫৪              ৩৫

মন্তব্য করুন


 

Link copied