আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

জামায়াত শিবির নিষিদ্ধের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

রবিবার, ২৭ জানুয়ারী ২০১৩, বিকাল ০৬:৫৮

নিজস্ব সংবাদদাতা,নীলফামারী॥ জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এছাড়াও ৭১’র গণহত্যা, ধর্ষণ, লুটতরাজ ও অগ্নিসংযোগসহ মানবতা বিরোধী অপরাধে আটক শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আজম, নিজামী, মুজাহিদ, সাঈদী, কাদের মোল্লা, মীর কাশেম আলী, সাকা চৌধুরীসহ অন্যান্যদের বিচারকার্য দ্রুত শেষ করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয়া হয়। রবিবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন সমাবেশে জেলা পরিষদ প্রশাসক এড. মমতাজুল হক, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল, সিপিবির জেলা সভাপতি শ্রীদাম দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী শেষ হাসিনা বরাবর জেলা প্রশাসক মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।

মন্তব্য করুন


 

Link copied