আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

প্রেমের টানে পালিয়ে বিয়ে; অবশেষে গ্রেফতার

রবিবার, ২৭ জানুয়ারী ২০১৩, বিকাল ০৭:০৬

মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিশ্বনাথ দাস দেশের বিভিন্ন স্থানে ব্যাপক অনুসন্ধান চালিয়ে অবশেষে রাজধানী ঢাকার উত্তরার ১২ নং সেক্টরের নওশিন মিয়ার গ্যাসের দোকান থেকে অপহরণ মামলার আসামী পার্শ্ববর্তী কাহারোল উপজেলার মুর্শিদপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক (২৫) কে ২৬ জানুয়ারী ভোর রাতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগীতায় ভাড়া বাড়ি থেকে গ্রেফতার সহ মামলার ভিকটিম রুমিনাকে উদ্ধার করে বীরগঞ্জ থানা হেফাজতে নেয়।

বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, কাহারোল উপজেলার সাইফুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক পার্শ্ববর্তী উপজেলার পাল্টাপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুস সাত্তারের বাড়িতে দীর্ঘদিন যাবত শ্রমিকের কাজ করত। কর্মরত অবস্থায় সাত্তারের কন্য রুমিনার সাথে রাজ্জাকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গভীর প্রেমের টানে গত ২৬ আগষ্ট’১২ তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। পালিয়ে গিয়ে নোটারী পাবলিক দিনাজপুরে এফিডেফিট ও কাজি অফিসে কাবিন নামার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বলে রাজ্জাক ও রুমিনা জানায় এবং তারা উভয়ে স্বামী স্ত্রী হিসেবে ঢাকার ঐ স্থানে চাকুরী ও বসবাস করে আসছিল।

এ ঘটনায় রুমিনার পিতা সাত্তার বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি অপহরন মামলা আনয়ন করে। বীরগঞ্জ থানার মামলা নং- ১৫, তারিখ- ২৭/০৮/১২ইং।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সিদ্দিকী জানান, দীর্ঘ ৫ মাস অনুসন্ধান চালিয়ে এবং আমি নিজে ঢাকায় অবস্থান করে মামলার তদন্ত কর্মকর্তাকে সাথে নিয়ে অপহরণ মামলার আসামীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছি। ভিকটিমের জবানবন্দী রেকর্ডের জন্য ম্যাজিষ্ট্রেট আদালতে ও আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied