আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশু নিহত       রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার      

 width=
 

বিলুপ্ত প্রজাতির মদন টাক পাখি জবাই;দুই জনের কারাদন্ড

সোমবার, ২৮ জানুয়ারী ২০১৩, দুপুর ১০:৪২

বিলুপ্ত প্রজাতির এই মদনটাক (হারগীল্লা) পাখিটি রবিবার পীরগঞ্জের স্থানীয় অ্যামিউজমেন্ট পার্ক ফানসিটি থেকে উড়ে ফানসিটির বাইরে একটি পুকুরে এসে পড়ে। এ সময় ফানসিটির পার্শ্ববর্তী শাহজাহান কাঠ কাটা মিলের কর্মচারীরা পাখিটিকে ধরে ফেলে।

সঙ্গে সঙ্গে পাখিটির মাংস খাওয়ার জন্য জবাই করে দেয়। পুলিশ খবর পেয়ে ওই মিলের ২ কর্মচারীকে আটক করে। এরা হলেন পৌর শহরের রঘুনাথপুর মহল্লার আন্জু’র ছেলে আসাদ (২৮) ও গুয়াগাও মহল্লার মাইনুদ্দীনের ছেলে সুলতান (৩৫);

পরে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাববীর আহমদ এর ভ্রাম্যমান আদালতে উপস্থিত করা হলে আদালত ১৯৪৭ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইনে আসাদ ও সুলতানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৬শত টাকা করে জরিমানা করেন।

উল্লেখ্য, ১৫ জানুয়ারী উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঝলঝলীর গ্রামের সতিহার পুকুরে পড়ে আহত ও অসুস্থ অবস্থায় বিরল প্রজাতির মদনটাক পাখিটিকে উদ্ধার করে স্থাণীয়রা।

ইউএনও শাববীর আহমদ এর নিদের্শে মদনটাক পাখিটিকে প্রাথমিক চিকিৎসার জন্য ওই এলাকা থেকে নিয়ে এসে পীরগঞ্জের স্থানীয় অ্যামিউজমেন্ট পার্ক ফানসিটিতে রাখা হয়ে ছিল এবং উপজেলা প্রানি সম্পদ বিভাগে তত্ত্বাবধায়নে পাখিটির চিকিৎসা চলছিল।

ফলে পাখিটি কিছূটা সুস্থ্য হলে গতকাল রবিবার ফানসিটি থেকে উড়ে বাইরের একটি পুকুরে এসে পড়ে। পাখিটির দৈর্ঘ্য ছিল ৫ ফিট উচ্চতা ৩ ফিট ওজন ৫ কেজি।

মন্তব্য করুন


 

Link copied