আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

পুত্রবধূকে যে কারণে হিংসা করেন শাশুড়ি

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪, দুপুর ০১:৫৪

বিয়ের পর কোনো না কোনো কারণে ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া শুরু করেন শাশুড়ি৷  সব কাজেই খুঁত ধরা বা দোষ খুঁজে বের করা প্রায় নিত্য দিনের ঘটনা৷ এমনকি স্বামীর সঙ্গে বাইরে গেলেও মুখ ভার হয় শাশুড়ির৷ নতুন সংসারে শাশুড়ির এমন আচরণে স্বভাবতই ভেঙে পড়েন নববধূ৷ কিন্তু কেন শাশুড়িরা এমন ব্যবহার করেন? সকলেই চোখের সামনে শাশুড়ি বউমার খারাপ সম্পর্ক দেখতে পান৷ এক্ষ্তের সকলেই বাড়ির নতুন সদস্যকেই দোষ দেন৷ আবার অনেকে বিষয় গুলি অদেখা করে দেন বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন৷ কিন্তু প্রকৃত অর্থে সব শাশুড়িই তার ছেলের বউকে কম বেশি হিংসে করে থাকেন৷ বিশেষ করে একমাত্র ছেলে হলে তো কথাই নেই৷ সেকারণেই জেনে নিন শাশুড়ির এই হিংসার আসল কারণ৷ •    ছেলের বিয়ে দেওয়ার আগে পর্যন্ত ছেলের জীবনের দায়িত্ব মায়ের উপরেই থাকে৷ এমনকি ছেলের ওপর দখলওদারিত্বও একমাত্র মা করেন৷ কিন্তু বিয়ের পর ছেলের জীবনের দখল অনেকটা বউয়ের হাতে চলে যায়৷ ইচ্ছে না থাকলেও এই দখলদরিত্বের রদবদল অনেক ছেলের মা মেনে নিতে পারেন না৷ •    ছেলের বিয়ের আগে অবধি গোটা সংসারে কর্তৃত্ব করেন শাশুড়ি৷ কিন্তু ছেলের বউ ঘরে আসা মানেই ঘর, রান্নাঘর, টাকাকড়ি, নিয়মকানুন অনেকটাই ছেলের বউয়ের অধীনে চলে যায়৷ হঠাৎ এই পরিবর্তন মেনে নিতে পারেন না শাশুড়িরা৷ ফলে নিজের অজান্তেই মনের গভীর ছেলের বউয়ের প্রতি রাগ জন্মায়৷ •    ছোট থেকে যে ছেলেকে বড় করে এসেছেন হঠাৎ করে তার জীবনে অন্য কারোর গুরুত্ব বৃদ্ধি মেনে নিতে পারেন না মা৷ ছোটবেলা থেকে ছেলে মায়ের কথা শুনে চলে৷ হঠাৎ বিয়ের পর মায়ের পরিবর্তে সে বউয়ের কথা শুনছে এটাই মেনে নিতে পারেন না শাশুড়িরা৷ সেকারণেই তারা বউমার সঙ্গে অহেতুক বিবাদে জড়িয়ে পড়েন৷ •    কিছু মানুষর স্বভাবই হিংসুটে থাকে৷ সে কারণেই তারা ছেলের প্রেমিকা, স্ত্রী বা বন্ধুদের সঙ্গে খারাপ আচরণ করেন৷ এই ধরণের মহিলারা পুত্রবধূর বাড়ির লোকেদের সঙ্গেও দুর্ব্যবহার  করেন ও পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে মানসিক শান্তি লাভ করেন৷ ma bou•    সংসারে নতুন সদস্য আসলেই পরিবারের সকলের নজর তার উপরেই থাকে৷ এই কারণেই হীনমন্যতায় ভোগেন অনেক শাশুড়ি৷ নিজের সংসারে ছেলে থেকে শুরু করে আত্মীয় পরিজনদের কাছেও ছেলের বউকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দেখে তা মনে নিতে পারেন না তারা৷ সংসারে নিজের গুরুত্ব কমে যাচ্ছে মনে করে তারা ছেলের বউকে হিংসা করতে শুরু করেন৷ •    মহিলা বারাবরই একটু বেশিই প্রতিযোগিতা পরায়ণ হয়ে থাকেন৷ এই কারণেই বাড়ির নতুন বউয়ের সঙ্গেও তারা প্রতিযোগিতা শুরু করেন৷ কম বয়সে তিনি বেশি সুন্দরী ছিলেন, তার বাপের বাড়ির অনের টাকা ছিল, তিনি বিনেদী পরিবারের মেয়ে ছিলেন ইত্যাদি জাহির করে শাশুড়িরা পুত্রবধূকে ছোট করার চেষ্টা করেন৷ ছেলের বউকে মানসিক কষ্ট দিয়ে শাশুড়িরা নিজেকে সান্ত্বনা দেন৷ •    ছেলের বউকে হিংসা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ছেলে হারিয়ে ফেলার ভয়৷ অনেকই মনে করেন যদি বউমার কথায় তার ছেলে পরিবার ছেড়ে চলে যান তবে শেষ বয়সে তিনি একে হয়ে যাবেন৷ এই আতঙ্কেই শাশুড়িরা ছেলের বউয়ের সঙ্গে অহেতুক খারাপ ব্যবহার করেন৷- ওয়েবসাইট।

মন্তব্য করুন


 

Link copied