আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

বোদার এসকেবিএন ছিটমহলে নির্বাচন অনুষ্ঠিত: সিরাজুল জয়ী

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪, রাত ০২:১৮

পঞ্চগড় প্রতিনিধি : প্রায় ১০ বছর পর পঞ্চগড়ের বোদায় ভারতীয় এসকেবিএন (শালবাড়ী, কাজলদীঘি, বেহুলাডাঙ্গা, নাটকটকা) ছিটমহলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার এই নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মো. সিরাজুল ইসলাম। তিনি ছাতা প্রতীক নিয়ে ১ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুস সামাদ ডালিম হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৫৬ ভোট। অপর চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম বাবুল আনারস প্রতীক নিয়ে ভোট পান ৯৫টি। নির্বাচনে ৩টি ওয়ার্ডে নির্বাচিত সদস্যরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা, আতাউর রহমান ও তরিকুল ইসলাম। ২ নম্বর ওয়ার্ডে মজিদুল ইসলাম, রফিকুল ইসলাম বিশারু ও রশিদুল ইসলাম এবং ৩ নম্বর ওয়ার্ডে আহসান আলী, আবুল কালাম প্রামাণিক ও আবুল হোসেন। একজন চেয়ারম্যান ও তিন সদস্যবিশিষ্ট এসকেবিএন নাগরিক কমিটি ৫ বছরের জন্য নির্বাচিত হলো। ৯ হাজার একর জমি আর ৮ বর্গকিলোমিটার আয়তনের এই ছিটমহলে ১০ হাজার লোকের বসবাস। এসকেবিএন ছিটমহলে ভোটার সংখ্যা ৩ হাজার ৯৬৩ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৭৬ জন ও নারী ১ হাজার ৮৮৭ জন। ৩ হাজার ৫৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল মোস্তাহারুল হাসান প্রধান নয়ন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন এবং ৩টি ওয়ার্ডে ৯ জন সদস্যের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সূত্রটি জানায়, ৬ মাস আগে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়। গত ১৮ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সরেজমিন দেখা গেছে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। শান্তিপূর্ণভাবে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনের কেন্দ্রগুলোতে পুরুষদের পাশাপাশি ছিল নারী ভোটারদের দীর্ঘ লাইন। নারীরা এবারই প্রথম ভোট দিতে পেরে খুবই খুশি। বেহুলাডাঙ্গা ছিটমহলের মরিয়ম বেগম (৪৫) এবারই প্রথম ভোট দিয়েছেন। তিনি বলেন, ‘ভোট কীভাবে দিতে হয়, এবারই জানলাম। আগে কোনোদিন ভোট দিইনি।’ নাটকটোকা ছিটমহলের সখিনা বলেন, ‘ভোট দেওয়ার মজাই আলাদা। লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথম ভোট দিলাম। আমি খুব খুশি। ভোটাধিকার থাকলে কদর থাকে। আগে কেউ ভোট চাইতে আসেনি। এবারই প্রথম ভোট চাইতে এসেছিল। ভোট দিয়েছি। এখন নির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররা আমাদের সুখ-দুঃখে পাশে থাকবেন। বিপদ-আপদে এগিয়ে আসবে, এই আমাদের প্রত্যাশা।’ প্রসঙ্গত, ২০০৪ সালে এসকেবিএন ছিটমহলে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।  

মন্তব্য করুন


 

Link copied