আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      

 width=
 

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪, বিকাল ০৬:৫১

কুড়িগ্রাম প্রতিনিধি : জেলার ভুরুঙ্গামারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের ১৫০ পরিবারের মাঝে নগদ অর্থ, নন-ফুড আইটেম ও হাইজিন পার্সেল সহায়তা প্রদান করেছে রেড ক্রিসেন্ট। মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সব সহায়তা প্রদান করা হয়। ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার এ জে এম আহসান হাবিব, রেড ক্রিসেন্টের কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক এটিএম আখতার হোসেন চিনু, ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম টুকু ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সব সহায়তা তুলে দেন। সহায়তার মধ্যে ছিল প্রত্যেক পরিবারের জন্য নগদ ৩ হাজার টাকা, ত্রিপল, নাইলন দড়ি ৫০০ গ্রাম, মোমবাতি ১ ডজন, ম্যাচ ১ ডজন, সাবান ২টি, ওয়াশিং পাউডার ৫০০ গ্রাম, টুথ পাউডার ১টি, চিরুনি ১টি, স্যানিটারি ন্যাপকিন ১টি ও পরিবহন ব্যাগ ১টি। রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এটিএম আখতার হোসেন চিনু বলেন, যেকোনো দুর্যোগকালীন চরাঞ্চলের মানুষ এ সব উপকরণ কাজে লাগাতে পারবে।

মন্তব্য করুন


 

Link copied