আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে মোবাইল ফোনে কথা বলছিল, হঠাৎ পিছন থেকে ট্রেনের ধাক্কায় কাটা পড়লেন যুবক       ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার       ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা      

 width=
 

সিঙ্গেল' বন্ধুর ফ্ল্যাটে 'না', ফতোয়ার মুখে কঙ্কনা

সোমবার, ২৭ অক্টোবর ২০১৪, সকাল ০৯:৪৫

একান্ত ব্যক্তিগত স্বাধীনতায় সমাজের হস্তক্ষেপের ঘটনা আমরা আকছার দেখি। ভারতের গ্রামাঞ্চল বা মফস্বলে সমাজের নানা চোখ রাঙানির খেসারত দিতে হয় বহু মানুষকে। ব্যক্তিগত বলে যেখানে কিছুই নেই। ব্যক্তি স্বাধীনতার সংজ্ঞা সুবিধা মতো তৈরি করে দেয় সমাজ। কিন্তু শহরটা যখন মুম্বাই, তখন এই ধরনের ঘটনার কথা শুনলে সত্যিই সমাজের 'প্রাপ্তমনস্কতা' নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি পারিচালক ও অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা ও তার পরিচালক বন্ধুর সঙ্গে যা ঘটেছে, তাতে প্রশ্ন উঠতেই পারে, ভারত এগোচ্ছে। কিন্তু ভারতীয় সমাজের মানসিকতা কি আদৌ এগোচ্ছে! গত সোমবারের ঘটনা। মুম্বাইয়ের অভিজাত ইয়ারি রোডের একটি ফ্ল্যাটে থাকেন বলিউড পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তব। পার্ল হাইটস নামের ওই আবাসনে গত চার বছর ধরে বাস করছেন অলঙ্কৃতা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্কনা সেন শর্মার দীর্ঘ দিনের বন্ধুও অলঙ্কৃতা। সে দিন কঙ্কনা ইয়ারি রোড দিয়েই যাচ্ছিলেন। হঠাৎ ঠিক করেন, অলঙ্কৃতার ফ্ল্যাটে যাবেন। বন্ধুর সঙ্গে খানিক আড্ডা দিয়ে বাড়ি ফিরবেন। কঙ্কনার সঙ্গে তার আরও এক বন্ধুও ছিলেন। অলঙ্কৃতার আবাসনের গেটের মুখেই কঙ্কনার গাড়ি আটকায় নিরাপত্তারক্ষী। জানিয়ে দেয়, অলঙ্কৃতার ফ্ল্যাটে যাওয়া যাবে না। ঘটনার আকস্মিকতায় আশ্চর্য হয়ে যান অভিনেত্রী। কিন্তু কেন অলঙ্কৃতার সঙ্গে দেখা করা যাবে না, সে বিষয়ে কিছুই জানাতে চাইছিল না নিরাপত্তারক্ষীরা। বিরক্ত হয়ে গিয়ে কঙ্কনা ফোন করেন অলঙ্কৃতাকে। বন্ধুর মুখে যাবতীয় ঘটনা শুনে কার্যত স্তম্ভিত হয়ে যান কঙ্কনা। অলঙ্কৃতা জানান, আবাসনের বাসিন্দাদের সোশ্যাইটি সম্প্রতি একটি নিয়ম চালু করেছে। তা হলো, কোনো অবিবাহিতা মহিলা বা 'সিঙ্গল' মহিলাকে ওই আবাসনে বাস করতে দেয়া হবে না। অলঙ্কৃতা বিয়ে করেননি। তাই তাকে ফ্ল্যাট থেকে উচ্ছেদ করতে যাবতীয় নোংরা চেষ্টা শুরু করেছে আবাসনের বাসিন্দারা। সোশ্যাইটির সদস্যরাই নাকি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়েছেন, অলঙ্কৃতার ফ্ল্যাটে কাউকে যেন ঢুকতে না দেয়া হয়। গেট থেকেই তাকে আটকে দিতে হবে। আবাসনের বাসিন্দাদের নতুন নিয়মের জেরে কার্যত অসহায় হয়ে পড়েছেন অলঙ্কৃতা। তার কথায়, 'এরা আমায় নানা ভাবে অপমান করছে। এমনকি বাড়ির কাজের লোক ও ডাব্বাওয়ালাকেও ঢুকতে দিচ্ছে।না ' অলঙ্কৃতার বক্তব্য, তার কাছে ওই আবাসনের লিজের সমস্ত আইনি কাগজপত্র আছে। তাই এইভাবে উচ্ছেদ করা বেআইনি।– ওয়েবসাইট।

মন্তব্য করুন


 

Link copied