আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

 width=
 
শিরোনাম: রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর       কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি      

 width=
 

পাষণ্ড পিতার হাতে প্রাণ গেল নিষ্পাপ শিশুর!

রবিবার, ২ নভেম্বর ২০১৪, রাত ০৮:৩০

রোববারের এ ঘটনায় ঘাতক পিতা হাছিবুল ইসলাম সহ জড়িতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। সেলিনার বড় ভাই আব্দুল মালেক বাদী হয়ে এ মামলার অভিযোগ দাখিল করেছেন।

সরজমিনে গিয়ে জানা গেছে, গত শুক্রবার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কিসামত নিজ্জমা এলাকার আব্দুল কাদেরের ছেলে হাছিবুল তার স্ত্রী সেলিনাকে (২০) বেদম মারধরের এক পর্যায়ে অবুঝ কন্যা শিশু হাসিকেও বিছানায় আঁছাড় মারে। এতে হাসির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার মা ও মেয়েকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (২-নভেস্বর) দুপুর ২ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসির মৃত্যু হয়। হাসির মৃত্যুতে ডুকরে ডুকরে কাঁদতে দেখা গেছে নিহতের পরিবারের লোকজনকে। তবে হাছিবুলের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি।

এদিকে, মামলার বিবরণ, এলাকাবাসী ও নিহতের মায়ের ভাষ্য মতে জানা গেছে, ‘প্রতিবেশি হাসিবুল ইসলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেলিনার (২০) সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সেলিনা ৫ মাস অন্তঃস্বত্তা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এক পর্যায়ে উভয়ের পরিবারের মধ্যে সমঝোতা হলে এলাকাবাসী বিয়ে দেয়। বিয়ের কিছুদিন পর সেলিনা বাবার বাড়িতে বেড়াতে গেলে সেখানেই গত ২৮ সেপ্টেম্বর হাবিবা আক্তার হাসির জন্ম হয়। হাসিবুল কোনো খোঁজ খবর না নেওয়ায় গত শুক্রবার(৩১-অক্টোবর) মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে চলে যায় সেলিনা। সেখানে যাওয়ার পর স্বামী হাছিবুল (২৪), শ্বাশুড়ী হাসিনা (৪৩), দেবর আমজাদ (২১) সেলিনাকে বেদম মারপিট করে চ্যাংদোলা করে বাড়ির উঠানে ফেলে দেয়। সেলিনা আবারও গেলে হাসিকে বিছানায় আঁছাড় মারে হাসিবুল। নির্মম এ ঘটনায় স্বামীর দুই পা জড়িয়ে ধরে চলে যাওয়ার কথা বলে হাসিকে নিয়ে চাচা কান্দুরার বাড়িতে গিয়ে ওঠে সেলিনা। রাতে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে মা ও মেয়েকে গত শনিবার পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।

পাটগ্রাম হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার প্রণব কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে আঁছাড় মারার কারণে মাথায় ও বুকে আঘাত পায়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। থানায় খবর দিলে পুলিশ লাশ নিয়ে যায়।’

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান এ ঘটনাকে লোমহর্ষক দাবি করে বলেন, ‘এ ঘটনায় হাসির বাবা হাসিবুল ইসলামকে প্রধান আসামী করে সেলিনার বড়ভাই আব্দুল মালেক বাদী হয়ে হত্যা মামলার এজাহার দাখিল করেছেন। মামলা নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।’

মন্তব্য করুন


 

Link copied