আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

কচাকাটায় ভারতীয় মদসহ রিকশাচালক আটক

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৩, রাত ০৮:৫৯

কচাকাটা, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কচাকাটায় বিজিবি টহল দল ভারতীয় মদসহ এক রিকশাচালককে আটক করে থানায় সোপর্দ করেছে। জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত্রে কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে রিকশাচালক আমিনুর (২৮) সীমান্তের ১০২১ মেইন পিলারের অদূরের রাস্তায় রিক্সা-সমেত থাকাকালীন সময়ে কচাকাটা সীমন্ত ফাঁড়ির হাবিলদার শ্রী কমল কান্তের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা তাকে সন্দেহমূলক তল্লাশি করে। তল্লাশি কালে তার রিক্সার বক্সে রাখা ভারতীয় অফিসার চয়েস নামক ৩ বোতল মদ পায় এবং রিক্সাসহ তাকে আটক করে জিঙ্গাসাবাদ করলে জৈনক আবু নামক এক মদ ব্যবসায়ীর মদ বলে সে জানায়। ঘটনার রাত্রেই টহল পার্টি আবুকে ধরতে গেলে সে পলিয়ে যায়। এ বিষয়ে গত বৃহস্পতিবার সকালে বিজিবি বাদী হয়ে কচাকাটা থানায় উক্ত দুই ব্যক্তিকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দ্বায়ের করে। মামলা নং ০৩ তারিখ ১৫.২. ২০১৩ ইং।

মন্তব্য করুন


 

Link copied