আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

সাদুল্যাপুরে সন্ত্রাসী কায়দায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাট ॥ গর্ভবতী মহিলাসহ আহত ৬

সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৩, বিকাল ০৭:৪০

জিল্লুর রহমান মণ্ডল পলাশ, গাইবান্ধা ॥গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদাবক্স গ্রামে জমি সংক্রান্ত দ্ধন্দের জের ধরে রোববার রাতে সন্ত্রাসী কায়দায় অসহায় পরিবারের বসতবাড়ি ভাংচুর করে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়েছে প্রতিপক্ষের ভাড়াতে একটি সন্ত্রাসী বাহিনী। ১০-১২ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে ঘন্টাব্যাপী ওই বাড়িতে তাণ্ডব চালায়। এ সময় বাড়ীর লোকজন বাঁধা দিতে গেলে সন্ত্রাসী বাহিনীর বেধড়ক মারপিটে গর্ভবতী মহিলাসহ ৬ জন আহত হয়। গুরুতর আহতর মধ্যে আসমা বেগম (২২), আতেকা বেগম (৩১) ও সেন্টু মিয়াকে (২২) সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ভাড়াতে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত্যু একাব্বর আলী সরকারের ছেলে জাফর আলী সরকার, জাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, জিল্লুর মিয়া ও শহিদুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ ফরিদপুর গ্রামের মৃত্যু জিহারত উল্লার ছেলে রফিকুল ইসলাম, জয়েন উদ্দিন, ওয়াজেদ মিয়া ও তার ছেলে মাহাবুর মিয়ার দীর্ঘদিন ধরে ১৩ বিঘা জমির ভোগদখল ও মালিকানা নিয়ে বিরোধ এবং মামলা চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম গংরা একাব্বর আলী সরকারের বাড়ীর পার্শ্বের ৪৬ শতাংশ জমিতে হাল চাষ করতে গেলে জাফর আলী সরকার ও তার ভাইয়েরা বাঁধা দেন। এতে উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে প্রতিপক্ষ রফিকুল ইসলাম গংরা ক্ষিপ্ত হয়ে সাবেক ইউপি সদস্য মন্টু ওরফে রাজার মিয়ার নেতৃত্বে রোববার রাত সাড়ে ১২ টার দিকে সাদা মিয়া, মোন্নাফ মিয়া, মিলন মিয়া, হামিদুল ইসলামসহ অজ্ঞাত ১০-১২ জনের একটি ভাড়াতে সন্ত্রাসী বাহিনী বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে জাফর আলী, ছোবহান, শফিকুল ইসলাম, সাইদুর রহমানের বসতবাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এতে সন্ত্রাসী বাহিনী ওই বাড়ির টিনের ঘর, ১ গোয়াল ঘর ও ১ টি রান্না ঘরসহ ৪ টি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং ঘরের আসবাবপত্র, টেবিল, চেয়ার, খাট ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে নগদ ২০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এ সময় বাড়ির মহিলা এবং পুরুষরা তাদের বাঁধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের বেধড়ক মারপিট করে। ফলে আসমা বেগম (২২), আতেকা বেগম (৩১) ও সেন্টু মিয়া (২২), সাইদুর রহমান (৩২), শফিকুল ইসলাম (৩৩) ও জিন্নু মিয়া (২৯) আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সাদুল্যাপুর থানার ওসি মজনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ নিয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি স্থানীয় ভাবে আপোষ করার চেষ্টা চলছে। আপোষ করা সম্ভব না হলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন


 

Link copied