আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯      

 width=
 

রাজশাহী পুলিশের ৩ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০১৪, দুপুর ১২:৫৭

রাজশাহী : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তিন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন জানান, থানা হাজতে আসামিদের নগ্ন করে পেটানোর দায়ে বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম ও উপ-পরিদর্শক আমিরুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশ এবং সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মনিরুল ইসলামকে এপিবিএন-এ বদলি করা হয়েছে। উল্লেখ্য, ১ ডিসেম্বর রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের পরিদর্শক খাইরুল ইসলাম, উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ও আমিরুল ইসলামের বিরুদ্ধে রাজ ও শাহী নামের দুই ভাইকে নগ্ন করে নির্যাতনের অভিযোগ ওঠে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন তারা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তভার সহকারী কমিশনার আল-আমিনকে দেওয়া হয়। তিনি তদন্ত শেষে রিপোর্ট দেওয়ার পর পুলিশ সদর দফতর থেকে বৃহস্পতিবার স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়।

মন্তব্য করুন


 

Link copied