আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

দম্পতিদের তিন মিলে বিয়ের সাফল্য

রবিবার, ১১ জানুয়ারী ২০১৫, দুপুর ১১:০৫

তবে সুখী জীবনের জন্য বিয়ে করলেও তা যে সব সময় সফল হবে, এমন কোনো কথা নেই। গবেষকরা জানাচ্ছেন, এ জন্য প্রথম প্রয়োজনীয় বিষয়টি হলো দুজনের 'রসায়ন' মিলে যাওয়া। তবে এটাই শেষ কথা নয়।

সামাজিক বিষয়গুলোও দুজন ব্যক্তির এক ছাদের নিচে বসবাসের জন্য প্রয়োজন। এ ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এ বিষয়টিকে গবেষকরা বলছেন 'সামাজিক রসায়ন'। অর্থাৎ আপনি যখন কারো সঙ্গে সম্পর্কে জড়িত হবেন, তখন অন্য মানুষরা আপনার বিষয়ে কী অনুভব করছেন, তাও জানতে হবে।

'আমার অনুভূতি কেমন' এ বিষয়টি নিয়েই গবেষণা করেন কানাডিয়ান মনোবিদ এরিখ বার্ন। তিনি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে বার্ন 'ট্রানজেকশনাল অ্যানালাইসিস' নামে একটি মডেল উন্নয়ন করেন।

এ ক্ষেত্রে তিনটি বিষয়ের কথা তিনি উল্লেখ করেন। এগুলো বিয়ের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাছে।

১. পিতামাতা- আপনাকে তারা কী শিক্ষা দিয়েছেন ২. সন্তান- আপনার অনুভূতি কেমন ৩. প্রাপ্তবয়স্ক- আপনি কী শিখলেন। যখন দুজন মানুষ একসঙ্গে বসবাস শুরু করেন, তখন তাদের উভয়ের মানসিকতায় মিলের জন্য এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কয়েকটি প্রশ্নের উত্তরে উভয়ের মিল কতখানি তা জানা যায়। প্রশ্নগুলো হলো- ১. পিতামাতা- আপনাদের কী বিশ্ব সম্পর্কে একই মূল্যবোধ রয়েছে? ২. সন্তান- আপনারা কি একত্রে মজা করেন? আপনারা কি স্বতঃস্ফূর্ত? আপনারা কি একত্রে ভ্রমণ করতে ভালোবাসেন? ৩. প্রাপ্তবয়স্ক- একজন কি অন্যজনকে উজ্জ্বলতর বলে মনে করেন? আপনারা কি একত্রে সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্যবোধ করেন? এ প্রশ্নগুলোর উত্তরে নিহিত রয়েছে বিবাহিত জীবনের সাফল্যের চাবিকাঠি। দম্পতিদের এ বিষয়গুলো যদি মিল থাকে তাহলে তা সম্পর্ককে সাফল্যমণ্ডিত করে, এমনটাই মত বিশেষজ্ঞদের।

মন্তব্য করুন


 

Link copied