রাজশাহী : নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে মতিহার থানা পুলিশ শমসাদীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গত কয়েক দিন ধরে মতিহার থানা এলাকায় চাল বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রবিন চেয়ারম্যান। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গত ১৯ জানুয়ারি কাপাসিয়া এলাকায় চালের গুঁড়া বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় রবিন চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদ রয়েছে।