আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

সুন্দর দাম্পত্যের জন্য জেনে নিন কিছু টিপস

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৫, দুপুর ১২:৩৪

তবে প্রেমের বিয়ে হোক বা পারিবারিক, বিয়ের পর কাছে আসতে একটু সময় লেগেই যায়। প্রেমের সময়ে যত যাই হোক, একজন মানুষের সঙ্গে সারাটাক্ষণ একসঙ্গে থাকার ব্যাপার তো থাকে না। আর পারিবারিক বিয়ে হলে তো কথাই নেই। চেনাজানা হতে না হতেই যখন বিয়েটা হয়ে যায়, তখন স্বভাবতই স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালো একটি সম্পর্ক হতে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। বিশেষ করে একটি মেয়ের ক্ষেত্রে। কারণ সম্পর্কের ক্ষেত্রে মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে। বুঝে উঠতে পারে না কীভাবে অগ্রসর হলে ভালো হবে। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবেন নিজেকে চিনতে চেষ্টা করুন প্রথমেই একজন নারী হিসেবে নিজেকে বোঝার চেষ্টা করুন। মানে আপনার স্বামীর সঙ্গে কোন বিষয়গুলো নিয়ে আপনি লজ্জাবোধ করেন, কেন লজ্জা বোধ করেন। আসলে কোন সমস্যা আছে কিনা। কারণ হতে পারে অনেক কিছুই। বেশি হতাশ না হয়ে নিজেকে একটু সময় দিন। লজ্জা আঁকড়ে বসে থাকবেন না লজ্জা কখনই আঁকড়ে ধরে বসে থাকবেন না। এতে করে আপনার ক্ষতিই বেশি হবে। প্রথমত স্বামীকে বন্ধু ভাবুন, তার সঙ্গে বন্ধুর মতই মেশার চেষ্টা করুন। তার সাথে আপনার যোগাযোগ যত ভালো হবে আপনার লজ্জা পাওয়াটা ততই কমে যাবে। গল্প করুন যখন একসঙ্গে থাকবেন গল্প করুন বিভিন্ন জিনিস নিয়ে। নিজেদের ছোটবেলার গল্প করতে পারেন, আপনার জীবনের মজার কিছু স্মৃতি নিয়ে আলাপ করতে পারেন। এই ব্যাপারগুলো খুবই সহজ। তাছাড়া গল্প করার জন্য অনেক টপিকই থাকে। খুঁজলেই পাবেন। হবি নিয়ে আলোচনা করতে পারেন কমবেশি সবারই হবি থাকে। আপনার স্বামীকে তার হবি নিয়ে জিজ্ঞেসা করুন কারণ এই ব্যাপারটা নিয়ে সবাই বলতে পছন্দ করে। এভাবেই ছোট্ট ছোট্ট কথায় সম্পর্কের বড় একটি সেতু তৈরি হবে। মোবাইলে মেসেজ আপনার স্বামী যখন অফিসে থাকে তখন তাকে আপনি ছোট ছোট টেক্সট মেসেজ করতে পারেন। মনে করিয়ে দিতে পারেন কোন জরুরি কাজের কথা, তাছাড়া আপনি তাকে মিস করছেন এই রকম রোম্যান্টিক ধরনের মেসেজও দিতে পারেন। আনন্দ করুন ছুটির দিনে ঘুরতে যান, সে যেভাবে আপনাকে দেখতে ভালবাসে সেইভাবে সাজুন। তার পছন্দ-অপছন্দ গুলো জেনে নিন। সে কী খেতে ভালবাসে, কী করতে ভালো লাগে সবকিছু জানা থাকলে আপনার কষ্ট কম হবে। মাঝে মাঝেই কোন উপহারও দিতে পারেন। দেখবেন এভাবেই অনেক ভালো সুন্দর সম্পর্ক গড়ে উঠবে।

মন্তব্য করুন


 

Link copied