
রোববার সকাল সাড়ে ৮টার দিকে সিভিল সার্জন ডাঃ শামসুদ্দিন আকষ্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে কাউকে না পেয়ে এ ব্যবস্থা নেন।
ডাঃ শামসুদ্দিন বলেন, ‘প্রায়ই ওই হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের বিরুদ্ধে কর্মক্ষেত্রে ফাঁকি দেয়ার অভিযোগ পাওয়া যায়। রোববার সকালে সরেজমিনে গিয়ে প্রায় এক ঘণ্টা অবস্থান করে কাউকে খুঁজে পাইনি।’
তিনি জানান, সেখান থেকে ফিরে এসে ফিরে এসে চিকিৎসক জুলিয়া আক্তার ও সাইফুল ইসলাম, স্টাফ নার্স ৫ জন, উপ-সহকারী মেডিকেল অফিসার ৩ জন, ফার্মাসিস্ট ২ জন ও ১ জন ক্লিনারকে শোকজ করা হয়েছে।
৩ দিনের মধ্যে উপযুক্ত জবাব না পেলে এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।