আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

এ লজ্জা শুধু নারীর একার নয়

শুক্রবার, ৮ মার্চ ২০১৩, রাত ০১:০০

মুরাদ মাহমুদ, সিইও, উত্তরবাংলা ডটকম

এ লজ্জা কি শুধুই নারী জাতির ? পুরুষের উত্ত্যাক্ততার কারণে নারীরা যখন আত্মহননের পথ বেঁছে নিতে বাধ্য হয় তখন কি নিজেকে এক জন পুরুষ হিসেবে ভাবতে একটুও ঘৃণা হয় না ? হাতে গোনা কয়েক জন বিপথগামীর জন্য পুরো পুরুষ জাতিকে কলঙ্ক বয়ে বেড়াতে হচ্ছে। রাস্তা-ঘাটে যারা মেয়েদের উত্ত্যক্ত করে, আপত্তিকর মন্তব্য করে এবং যৌন হয়রানীর চেষ্টা করে তারা কি কখনও ভেবেছে তার বোনকেও কেও এভাবে উত্ত্যক্ত করতে পারে ?

আমাদের সমাজ ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠেছে যে, পুরুষরা নারীকে শুধু ভোগের বস্তু হিসেবেই ভাবতে শিখেছে। নারীকে তার প্রাপ্ত সম্মান দিতে আমরা পুরুষরা কুণ্ঠাবোধ করি। ইভ-টিজিং আমাদের সমাজ জীবনে এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, ইচ্ছে করলেই দু কলম লিখে কিংবা আইন প্রয়োগ করে সমাজ থেকে এ ব্যাধি নির্মূল করা সম্ভব না। এর জন্য দরকার সামাজিক সচেতনতা এবং প্রতিরোধ। আর এ সচেতনতা শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকে। শৈশব থেকে সন্তান কে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন তার বিকৃত লালসার কবলে পরে কোন নারীকে লজ্জায় আত্মাহুতি দিতে না হয়।

ইভ-টিজিং প্রতিরোধে পুরুষের পাশাপাশি নারীকেও সচেতন হতে হবে। কোন ধর্মই উগ্রতাকে প্রশ্রয় দেয় না। পাশ্চাত্য এবং আকাশ সংস্কৃতির ছোঁয়ায় পাল্টে যাচ্ছে নারীদের জীবন চিত্র। যার প্রভাব পরছে তাদের বেশ-ভূষণে। আধুনিকতার নামে যেন নারীর পোশাক এবং চলাফেরায় এমন কিছু ফুটে না উঠে যা পুরুষের বিকৃত লালসাকে উস্কে দেয়।

মন্তব্য করুন


 

Link copied