আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

ইয়েমেনে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২৬

শুক্রবার, ২০ মার্চ ২০১৫, রাত ১০:৩৭

সময় যত যাচ্ছে ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। সংবাদ মাধ্যমগুলো প্রথমে খবর দেয় নিহত হয়েছে ৩০ জন, এরপর ৪৫, ৭০। এখন ১২৬-এ গিয়ে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে। শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় জুমার নামাজের সময় দু’টি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। শুক্রবার স্বাভাবিকভাবে জুমার নামাজের মুসুল্লির সংখ্যা থাকে অনেক বেশি। এই মসজিদ দু’টিতে বেশিরভাগ মুসুল্লি থাকেন শিয়া হুতি বিদ্রোহী সমর্থকরা। ইয়েমেনের সানা এখন এদেরই নিয়ন্ত্রণে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, মসজিদ দু’টিতে রক্তের বন্যা বইছে। মসজিদের ভেতরে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অসংখ্য মুসুল্লি ছিটকে পড়েন। বদর মসজিদে এই হামলার মাত্রা ছিল সবচেয়ে বেশি। নিহতদের মাথা, পা, হাত গোটা মসজিদে ছড়িয়ে পড়ে। এই মসজিদের পাশে আল হামুশ মসজিদে নামাজ পড়ছিলেন এক মুসুল্লি। তিনি বললেন, যারা মারা যায়নি তারা এমনই গুরুতর আহত হয়েছেন, তারা বাঁচবেন কি-না সন্দেহ। মসজিদের কাঁচ ভেঙে তারা গুরুতর আহত হয়েছেন। বিদ্রোহীদের পরিচালিত মাসিরা টিভি চ্যানেলে দেখা যায় কম্বলে করে একের পর এক লাশ মসজিদ থেকে বের করা হচ্ছে। নগরের হাসপাতালগুলোতে রক্তদানের জন্য আবেদন জানানো হচ্ছে।
গত বছর শিয়া বিদ্রোহীরা সানার নিয়ন্ত্রণ দখল করার পর থেকেই তাদের সাথে ইয়েমেনের অন্য ক্ষমতাধর গোষ্ঠীগুলোর তীব্র উত্তেজনা তৈরি হয়। তাদের মধ্যে আছে আল-কায়েদা অনুগত জঙ্গিরা - যাদের ঘাঁটিগুলো মূলত ইয়েমেমের দক্ষিণে ও পূর্বে। আজকের এই বোমা হামলাগুলোর ঠিক একদিন আগেই দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে হুতিদের অনুগত বাহিনীর সাথে দেশটির প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদীর সমর্থক বাহিনীর লড়াই হয়।– বিবিসি

মন্তব্য করুন


 

Link copied