আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯      

 width=
 

রংপুরে যুবকের লাশ উদ্ধার

শনিবার, ৯ মার্চ ২০১৩, রাত ০৮:৪৬

নিউজ ডেস্ক: রংপুরের কাউনিয়ায় এক বাঁশঝাড় থেকে শনিবার সকালে মানিক নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার সকালে কাউনিয়ার এক বাঁশের সঙ্গে বাঁধা মানিকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মানিকের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, এটা আত্মহত্যা নয়। কেউ মানিককে হত্যা করে তার লাশ বাঁশের সঙ্গে বেঁধে রেখেছে। কারণ গলায় ফাঁস নিয়ে আÍহত্যা করলে লাশের পা মাটি থেকে উপরে থাকবে। আর এ লাশ ছিল হাটু গেড়ে বসার মতো।

নিহতের বড় বোন দাবি করেন, তার ভাইকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। এ ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার না করার অনুরোধ জানান তিনি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি।

মন্তব্য করুন


 

Link copied