আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

ঈশ্বরদীতে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫, রাত ০৮:৪৮

 পাবনা: পাবনার ঈশ্বরদী ডাল গবেষণা ইন্সটিটিউট ও রেশম বীজাগার সংলগ্ন অরণখোলা হাট সড়কে শুক্রবার আবু বক্কার (৩৫) নামে এক ভটভটি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু বক্কার ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া এলাকার কৃষি গবেষণা ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল মোত্তালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যায় ভটভটি চালক আবু বক্কারকে মোবাইল ফোনে চাউলের ভাড়া দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

নিহত আবু বক্কারের চাচা স্কুল শিক্ষক মহসিন আলির অভিযোগ, দীর্ঘদিন ধরে আবু বক্কারের পরিবারের সাথে পাশ্ববর্তী প্রতিবেশির বিবাদ চলে আসছিল। তারাই পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঈশ্বরদী সার্কেলের এএসপি শাহ নূর আলম পাটোয়ারী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে  ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহত আবু বক্কারের পায়ের রগ কেটে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কারা কি জন্য হত্যা করেছে সে ব্যাপারে তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন


 

Link copied