আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

সাদুল্যাপুরে জাতীয় পরিচয় পত্র তৈরি করায় স্টুডিও মালিক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৩, দুপুর ০৩:৩৪

জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা: জাতীয় পরিচয় পত্র নকল করে তৈরি করার অপরাধে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নাগবাড়ি বাজার থেকে বুধবার রাতে শফি ম-ল (২৫) নামের এক স্টুডিও মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শফি ম-ল উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের আবুল হোসেন সরকারের ছেলে।

থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি ম. মজনুর রহমান জানান, নাগবাড়ি বাজারে শফি কম্পিউটার এ- স্টুডিও’র সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা করে আসছিলেন শফি ম-ল। সম্প্রতি শফি ম-ল আরাজি জামালপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে আশিকুর রহমান ম-লের নামে একটি হুবহু নকল জাতীয় পরিচয় পত্র তৈরি করেন। যার পরিচয় পত্র নং ৩২১৮২৬০৪৬২২১৬।

পরে আশিকুর রহমান ওই পরিচয় পত্র নিয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট জন্ম নিবন্ধন নিতে আসেন। ওই পরিচয় পত্র নকল বলে সন্দেহ হলে চেয়ারম্যান পরিচয় পত্রটি উপজেলা নির্বাচন অফিসে পাঠিয়ে দেন। পরিচয় পত্র যাচাই-বাছাই করলে তা নকল বলে প্রমাণিত হয়। অভিযোগ পেয়ে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে থানার এসআই মোসলেম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শফি ম-লকে দোকান থেকে গ্রেপ্তার করেন। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে শফি ম-ল কম্পিউটার ও স্টুডিও ব্যবসার আড়ালে জাতীয় পরিচয় পত্র নকল করে আসছিলেন। এ নিয়ে থানায় মামলা হলে শফি ম-লকে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান রেজাউল করীম রেজা জানান, আশিকুর রহমান ম-লকে পরিচয় পত্র সম্পর্কে জিজ্ঞাসা করলে সে ১০০ টাকা দিয়ে শফি ম-লের কম্পিউটার থেকে ওই পরিচয় পত্র সংগ্রহ করেন বলে স্বীকার করেন। পরে তাৎক্ষনিক জালিয়াতির বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়।

মন্তব্য করুন


 

Link copied