আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

 width=
 
শিরোনাম: রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর       কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি      

 width=
 

নতুন জুটির নতুন ছবি

সোমবার, ৪ মে ২০১৫, বিকাল ০৬:০৪

রাতুল নিয়মিত ক্লাসেও যায় না। রাতুল পড়শোনা করছেন ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে অপরদিকে তামান্না পড়শোনা করছেন একই বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। কিন্তু তারা দুজন যখন জানতে পারলেন তারা দুজনই একই বিশ্ববিদ্যালেয় পড়াশোনা করছেন রীতিমত তারা দুজনেই অবাক হয়ে যান। এভাবেই বলছিলেন ‘একটু চাওয়া’ ছবির নায়ক রাতুল।

ছবির নায়ক রাতুল বলেন, ‌’আমি এই ছবিতে অভিনয় করার আগে কোন দিনও ক্যামেরার সামনে দাড়াইনি। প্রথম যেদিন ক্যামেরার সামনে দাড়াই সেদিন বেশ নারভাস ছিলাম। শুটিং শুরুর আগে একটি নৃত্য, ফাইটসহ আরও কিছু বিষয়ে প্রশিক্ষন শুরু করেছিলাম। এখন বর্তমানে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। শুটিং ইউনিটের সকলকে একটি পরিবারেরমত মনে হয়। সর্বোচ্চ চেষ্টা করছি ভালো অভিনয় করার জন্যে। বাকিটা ছবি মুক্তি পাওয়ার পর দর্শক বলতে পারবে।’

‘একটি চাওয়া’ ছবির গল্পে দেখা যাবে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথমদিনের ক্লাসে যায় রাতুল। সেদিনেই ক্লাসের একটি মেয়েকে দেখে তার ভীষন পছন্দ হয়ে যায়। সে মেয়েটির নাম তামান্না। সে ভালো লাগা থেকে রাতুলের মনে এক আজানা ভালোবাসার অনুভূতি হয়। মেয়েটিকে ভালোবেসে সে জীবনের সবকিছু ত্যাগ করতে পারে! একটি সময় মেয়েটিকে না পাওয়ার কষ্ট থেকে নিজের চোখ অন্ধ করে ফেলে। তখন মেয়েটি রাতুলকে বিয়ে করতে রাজী হয়।

তার আগে তামান্নার জীবনে ঘটে যায় জীবনের এক অন্ধকার অধ্যায়। যা কাউকে কোন দিনও বলতে পারবেন না তামান্না। ঘটনার এক পর্যায়ে ছেলে বাবাকে হত্যা করে। কিন্তু কি কারণে, তা দেখতে হলে অপেক্ষা করতে হবে কাশেম মন্ডলের পরিচালনায় ‘একটু চাওয়া’ ছবিটির মুক্তি পর্যন্ত।

এ ছবিতে নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করছেন নবাগত রাতুল ও তামান্না। পরিচালক জানালেন ছবির ৫০ ভাগ কাজ তিনি শেষ করে ফেলেছেন। এরপর ৬ তারিখে এফডিসির আশেপাশের এলাকায় ও ১৬ তারিখে উত্তরায় যেকোন একটি বিশ্ববিদ্যালয়েরে ক্যাম্পাসে শুটিং করা হবে।

ছবিতে অভিনয় করা প্রসঙ্গে নায়িকা তামান্না বলেন, ‘এ ছবিতে অভিনয় করার আগে আমি একটি ফ্যাশন হাউজে মডেল হিসেব কাজ করতাম। এই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি। যেহেতু আমার প্রথম ছবি তাই চেষ্টা করছি নিজের অভিনয়ের জায়গা থেকে সর্বোচ্চটুকু করতে।’

পরিচালক কাশেম মন্ডল জানান আগামী ২০১৬ সালে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘আমার ছবির নায়িকা ও নায়ক দুজনেই নতুন। আমি নতুনদেরকে সুযোগ দিতে চাই। কিন্তু নতুনদেরকে নিয়ে ছবি বানালে ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা থাকে না। তবুও আমি নতুন জুটি গড়তে চাই। এ ছবির গল্প অনেক সুন্দর। এছাড়া আমি একটি ভালো জুটি দর্শকদের উপহার দিতে চাই। এ ছবিতে সবচেয়ে বড় কথা আমাদের সমাজে ঘটে যাওয়া অপ্রকাশিত একটি বিষয়কে তুলে ধরা হবে। যা একটি শিক্ষনীয় বিষয় হিসেবে থাকবে আমার দর্শকদের কাছে।’

পরিচালক কাশেম মন্ডলের ‘একটু চাওয়া’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে টেন স্টার ফিল্ম। এ ছবিটির প্রযোজক রাজ আহমেদ। চলচ্চিত্রটিতে বিজয়, নিলয় রহমান, কাজী হায়াত, সুব্রত, সিরাজ হায়দার, রেহানা জলি, রেবেকা, শিবা শানু ও ডনসহ আরও অনেকে অভিনয় করবেন। এ ছবির সংগীত পরিচালনা করছেন আজিজুর রহমান বাবলু। এ ছবির আগে ‘ক্ষণিকের ভালবাসা’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন কাশেম মন্ডল।

মন্তব্য করুন


 

Link copied