আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

সিরাজগঞ্জে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫, রাত ১১:২২

[caption id="attachment_12248" align="alignleft" width="496"] ফাইল ছবি[/caption]

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এক ব্যাংক কর্মকর্তার বাসা থেকে সনি খাতুন (১৫) নামে  গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পৌর এলাকার গোশালা মহল্লার হাজী ব্যারাকে ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিনের বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সনি খাতুন কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোনালী ব্যাংক জামতৈল শাখার জুনিয়র অফিসার জসিম উদ্দিন ও তার স্ত্রী ঝাঐল উপ-স্বাস্থ্য কেন্দ্রের মাঠকর্মী হুসনে আরা দম্পত্তির বাসায় ২০০৫ সাল থেকে  গৃহকর্মীর কাজ করতো সনি। বৃহস্পতিবার সকালে শাশুড়ি লাইলী বেগম ও সনি খাতুনকে বাসায় রেখে জসিম উদ্দিন ও তার স্ত্রী নিজ নিজ কর্মস্থলে যায়। দুপুর ১২টার দিকে লাইলী বেগম ও বাসায় কর্মরত রাজমিস্ত্রিরা একটি কক্ষের ভেতরে আলনার সঙ্গে ওড়না পেচানো অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে নিহত সনির বাবা আব্দুস সাত্তার ও মামাতো ভাই জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, আলনার সঙ্গে পেচিয়ে কেউ আত্মহত্যা করতে পারে না। সনিকে হত্যা করে আলনার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত নয় পুলিশ। মৃত্যুটি নিয়ে নানা গুঞ্জন থাকায় লাশ উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত ও ডাক্তারি পরীক্ষা করা হবে। ঘটনাস্থল থেকে সদর সার্কেল এএসপি ফারুক আহম্মেদ জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা রজুর পর লাশ ময়না তদন্ত করা হবে। তারপর ময়না তদন্তের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সময় ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী কর্মস্থলে ছিলেন। তারা বাড়িতে না থাকলেও ব্যাংক কর্মকর্তার শাশুড়ি বাড়িতে ছিলেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন


 

Link copied