
রোববার উপজেলার আমিনপুর থানা পুলিশ দীঘলকান্দি গ্রাম থেকে রতন (২৫) ও তালহা (২৬) নামে ওই দুই প্রতারককে গ্রেফতার করে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন সরকার জানান, রোববার সকাল ১০টার দিকে দীঘলকান্দি এলাকায় ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে এলাকাবাসীর সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ওই দুই ডিবিকে গ্রেফতার করে। রোববার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।