বগুড়া: বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিমসহ (২৮) চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের বিশেষ একটি দল।
গ্রেফতার শহর শিবির সভাপতির বিরুদ্ধে নাশকতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন থানায় প্রায় ৩০টি মামলা রয়েছে। তিনি কাহালু উপজেলার কাশিমালা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
আটককৃত অপর তিনজন হলেন- শহরের ঠনঠনিয়া হাজিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে মোজাফ-ই নাঈম (২০), সদর উপজেলার লাহিড়ীপাড়ার আব্দুল বাছেদের ছেলে শাহজামাল (২৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী হরিণমারি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোস্তাই বিল্লাহ (২৪)।
বগুড়া জেলা ডিবির পরিদর্শক আমিরুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করেন।