আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

দিনাজপুরে গ্রেফতারকৃত জামায়াত নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা; পুলিশ সহ আহত ১০

সোমবার, ২৫ মার্চ ২০১৩, রাত ০৯:৩৫

সোমবার ভোর সাড়ে ৪ টায় খানসামা উপজেলার বাসুলিশাহপাড়ার আসমতুল্লাহর পুত্র আব্দুল ওয়ারেছ (৩২)কে সরকারী কাজে বাধা ও নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামী হিসেবে পুলিশ আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করে নিয়ে আসার সময় একই উপজেলার পাকেরহাট বাজারে ৫ শতাধিক জামায়াত-শিবিরের সশস্ত্র নেতাকর্মীরা পুলিশের ভ্যান আটক করে তাদের উপর হামলা চালায়।

পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জামায়াতের রোকন আসামী আব্দুল ওয়ারেছকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। জামায়াত-শিবিরের কর্মীরা এক পর্যায় মারমুখী ও বেপরোয়া হয়ে উঠলে পুলিশ ৪৫ রাউন্ড শটগানের গুলি, ৫২ রাউন্ড রাবার বুলেট ও ১৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে আটক আসামী ওয়ারেছকে দিনাজপুর কোতয়ালী থানায় নিয়ে আসে।

জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলায় খানসামা থানার এসআই বেলালসহ ৬ পুলিশ সদস্য ও ৪ জন গ্রামবাসী আহত হয়। আহত বেলালকে দিনাজপুর পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। এই ঘটনায় এসআই আব্দুল করিম বাদী হয়ে খানসামা থানায় ৪৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নাম উল্লেখসহ ৫ শতাধিক ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন


 

Link copied